সামু তে লেখা বের হল,নতুন লেখক-প্রথম পাতায় ঠাঁই নাই.।ভরসার অভাব,কিন্তু আজকে বাসায় ফিরে দেখি ১১৫ বার পঠিত। কিছু বুঝে উঠার আগেই সুতপা ঝড়ের মত এসে উপস্থিত,তো্মাকে আপন ভেবে বললাম,আর তুমি ব্লগে তুলে দিলে??
এই হল সুতপা।এক বছর আগে রাসেল আর ও এসে আমার পাশের ফ্ল্যাটে উঠে এলো।দেশি ভাই-বোন,তাও এত ছোট,আপন করেই নিলাম।সেই থেকে চলছে,এর দেশের থেকে আজকে fedex করে আসলো,তো কালকে ওর fedex।সুতপার বাবা-মাও খুশি,মেয়ের বড় বোন পেয়ে গেল তো তারা পেলেন বড় মেয়ে।একদিন ঠাট্টা করে বললাম,সুতপা তোর তো বিদেশ বসবাস হলো না,কষ্ট ছাড়া প্রবাস-জীবন??দেখি মেয়ের মুখ কালো,কি হলো রে পাগলি?বলে বলব এক এক করে তোমাকে সবই।
সুতপার কাহিনি দিয়ে শুরু হলো আমার ব্লগ এর যাত্রা,আপনাদের জন্য অচেনা কোন এক প্রবাসীর জীবনের কিছু অংশ,যা আপনাদের জানার আসলেই প্রয়জোন নাই।তবুও আর কি।(আমার ঝুঁকিটা ভেবে দেখছেন তো?কপিরাইটে না ফেঁসে যাই!!!সুতপা বোন রাগ করিস না,তুই লিখবি না,আমি লিখি.।গুড নাইট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





