দশ মিনিটের পথ তিন ঘণ্টায় যায়,
সারা দিন পর কারেন্ট উঁকি দিয়ে যায়,
এক বালতি পানি ভাগাভাগি হয়,
খেতে বসে শুনি আজ গ্যাস নাই,
ফেসবুক খুলতে গেলে আজ নেট নাই,
টিভি খুলে দেখি বকবকানি ভাই,
দাদুর কাছে গেলে দুঃখ করে কয়,
" আমার সোনার ডিজিটাল বাংলাদেশ "
কেমন করে হয় !!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




