
এই ছবি টা তোলা হয়েছে প্রায় ৫ বিলিয়ন লাইট ইয়ার দুরত্তে (বানান হয় নাই) থাকা গ্যালাস্কি সমূহের (এক লাইট ইয়ার দুরত্ত তো আমরা সবাই জানি -আলো এক বছর যে টুকু পথ অতিক্রম করে। আলোর গতি এক সেকেন্ডে ১৮৬,০০০ মাইল) কিন্তু gravitational lensing effect এর জন্য ১৩ বিলিয়ন লাইট ইয়ার দুরে থাকা গ্যালাস্কীর ছবিও এই ছবিতে ধরা পড়েছে। নীচের ছবিতে বলা হয়েছে এটা কিভাবে সম্ভব।

From Webb Telescope webpage (This diagram illustrates how gravitational lensing by foreground galaxies influences the appearance of far more distant background galaxies. These far-off galaxies that might otherwise be invisible appear due to lensing effects. The plane at far left contains very distant, background galaxies. The middle plane represents foreground galaxies; their gravity amplifies the brightness of the background galaxies. The right plane shows how the field would look from Earth with the effects of gravitational lensing added. )
আইনস্টাইন প্রিডিক্ট করেছিল (যেটা ১৯১৬ বা ১৯১৭ সনে প্রুফ করা হয়েছিল) যে লাইট যখন কোন মহাভারী গ্যালাস্কী/স্টার এর পাশ দিয়ে যায়, তখন গ্যালাস্কী এর ভর এর দ্বারা সৃস্ট গ্রাভিটির টানে লাইট টা বেকে যায়। গ্যালাস্কী টা একটা লেন্স এর মত এই বাকানো লাইট কে এমপ্লিফাই করে, তাই সহজেই পৃথিবীর টেলেস্কোপ সেই অনেক দুর এর আলো দেখতে পাওয়া যায়। যেখানে যেখানে ছবিতে বাকানো (warped) লাইট দেখা যাচ্ছে বড় গ্যালাস্কীর পাশে, সে গুলির অনেকগুলিই প্রায় ১৩ বিলিয়ন লাইট ইয়ার দুরে অবস্হিত। এটাই প্রথম এত দুর এর কোন গ্যালাস্কীর ছবি। নাসা বলছে যে খুব সহসাই মহাবিশ্ব তৈরী হওয়ার কাছাকাছি সময় (১৩.৮ বিলিয়ন লাইট ইয়ার আগের) Big Bang থেকে প্রথম তৈরী হওয়া গ্যালাস্কী সমুহের ছবি তোলা হবে। এসব ছবি দেখে বিজ্ঞানীরা আশা করছেন কিভাবে এই মহাবিশ্ব তৈরী হয়েছে সেটা বুঝা যাবে।
এই ছবি আকাশের একটা ছোট অংশে ফোকাস করে করে তোলা ছবি। কত ছোট অংশ??? আপনার হাতের আংগুল এর মাথায় একটা বালুকনা রেখে হাত কে প্রসারিত করে চোখে সামনে ধরলে আকাশের যে অংশ টুকু বালুকনা ঢেকে রাখে, অনলি সেই অংশের ছবি।
আলোর গতি মিথ্যা বলে না.. তাই এটাই সর্বসত্যি....
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২২ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




