আমেরিকার ভিসা স্যাংশান নিয়ে নানা মত নানা কমেন্ট দেখতে দেখতে হয়রান হয়ে গেছি....লন্ডন থেকে বিজয় মিছিল ও শুরু হয়ে গেছে। পিনাকি/ইলিয়াস দের কথা শুনলে মনে হয় আজকাল এর মধ্যেই হাসিনা সরকার এর পতন হয়ে যাচ্ছে..। অবশ্য এমন কথা বার্তা গত কয়েক বছর ধরেই শুনছি। গাছে কাঠাল আর...
কিন্তু আমি খুজছি একটা প্রশ্নের উত্তর....ভিসা স্যাংশান দেওয়া হবে যদি কেউ শান্তিপূর্ণ /অবাধ নির্বাচন অনুস্ঠান করতে বাধা দিলে, তার বিরূদ্ধে এবং তার সাংগপাংগ দের কেও...কিন্তু কোন নির্বাচন???? এটা কি ত্বত্তাবধায়ক এর আন্ডার এর নির্বাচন নাকি হাসিনা সরকার এর আন্ডারে নির্বাচন...এর ফয়সালা তো এখনও হয় নাই। কেউ কি জানেন আমেরিকার সরকার এই ব্যাপারে কোন কথা বলেছে???? জামাত-বিনপি তো ঘোষনা দিয়েই রেখেছে যে ত্বত্তাবধায়ক সরকার ছাড়া অন্য যে কোন নির্বাচন কে তারা প্রতিহত করবেন???তাহলে তো আমেরিকার ভিসানীতি তাদের বিরূদ্ধে ই বেশী প্রয়োগ হবে। ব্লগার হাসান কালবৈশাখীএর কমেন্ট এ দেখলাম যে ভাষায় বিনপি এর প্রধানকে বর্ননা করা হয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এর ক্যাবল এ, মনে হচ্ছে ২০১১ সাল থেকে উনি আমেরিকার ভিসানীতি তে অলরেডী স্যাংশানড হয়ে আছে। বিএনপি এত খুশী হওয়ারও কোন কারন দেখছি না যেখানে তাদের নেতাই এই নীতির 'প্রথম' বলি।
চিন্তা করছি, এশিয়ান বিষয় নিয়ে দায়িত্ত্ব প্রাপ্ত আমেরিকার স্টেট ডিপার্মেন্ট এর কোন অফিসার এর কাছে ইমেইল করে জানতে হবে, কিভাবে নির্বাচন হবে তা নিয়ে কোন কথা আছে কিনা তাদের ভিসানীতি তে....।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২৩ সকাল ১০:৫৪