গ্রীণ হাউজ এফেক্ট, নির্বিচারে বন ধ্বংস, আর ক্যাপিটালাইজেশনের আগ্রাসনে দুনিয়া থিকা অনেক কিছুই আজকে বিলুপ্ত হয়ে গেসে !! এতে কার কি ক্ষতি হইসে জানিনা, কিন্তু আমাদের মত মিচকা মিসকীনদের সবচে বেশি ক্ষতি হইসে "ঈদের সালামি" জিনিসটা বিলুপ্ত হইয়া !! কতদিন সালামি পাই না !! আহা জীবন !! আহারে জীবন !!
মনে আছে এক দূর দম্পর্কের দাদী সবাইরে ৫ টাকা সালামি দিত! উনার বয়স হইসে, মনে থাকেনা কিছুই৷ নাম ভুইলা যাইত, চেহারা ভুইলা যাইত, এমন কি ভাত খাইসে কিনা এইটাও ভুইল্যা যাইত ! আমি এই সুযোগে এক ঈদে একবার সালাম কইরা সালামি নিয়া ঘন্টা খানিক পর আবার গিয়া অতি ভক্তির সাথে কদমবুসি করলাম !! আমি নিশ্চিত দাদী মুঝে প্যাহচানা নেহি ! কিন্তু তাজ্জব ব্যাপার; বুড়ি মোটা চশমা দিয়া আমারে এক নজর দেইখা দিল এক ধমক - 'ওই তুই না একবার সালাম কইরা সালামি লইয়া গেলি !! আবার আইসত ক্য? তর সমস্যা কি?" আমি "ভুল হইয়া গেসে দাদী !! মিসটেক বিকাম রং" কইয়া কাইটা পড়লাম৷
আমার নানী৷ আল্লাহ তার হায়াত দরাজ করুন৷ উনার কানে সমস্যা৷ হিয়ারিং এইড লাগানো৷ সালামি চাইলেই উনি কানের থিকা যন্ত্রটা খুইলা বাইরাইতে থাকেন আর গজ গজ করতে থাকেন, মরার যন্ত্র আবার নষ্ট হইসে !! আমি মনে মনে ভাবি নানী দেখি আমার থিকাও বড় শিয়ান !!
এক আংকেল এর বাসায় মাংস ডেলিভারী দিতে আমি এক পায়ে খাড়া থাকতাম৷ সুন্দরী আপুর সাথে দেখা হওয়া ছাড়াও কড়কড়ে ১০০ টাকা সালামি ছিল পুরাই বোনাস !! আফসোস, ইতিহাসের এক কালো ঈদের দিন আংকেল সম্ভবত আমার মতলব বুঝতে পাইরা ঘোষনা দিলেন, দেশের অর্থনৈতিক অবস্থা যে খুব খারাপ বুঝতাস কিসু? আর মনে হয় তুমারে সালামি টা দিতে পারলাম না !! আমি ভগ্ন হৃদয়ে ফিরা আসলাম৷ আর ওই বাসায় মাংস দিতে যাই নাই !!
সালামির সাথে সাথে ওইসব দরাজ দিল আত্মীয় স্বজনরাও আজ বিপন্ন এক প্রজাতি; যারা বেড়াইতে আসলে যাওয়ার সময় "জোর কইরা" পকেটে কিছু খরচাপাতি দিয়া বলত, "কিছু কিন্যা খাইস"! আমি তো নিতে চাইতাম না, উনারা জোর কইরা দিলে তো কিছু করার নাই, তাই না!!
আহারে আজকাল মানুষের মধ্য থিকা মানবতাবোধ একেবারেই উইঠা গেসে!!
যেই দেশে সালামি নাই, সেই দেশে জ্ঞানী গুণীর জন্ম কিভাবে হবে? হাউ কাম?
ঈদ মোবারক !
#সালামি_কে_হ্যা_বলুন
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৪১