
চন্দ্রহাস
লেখক: সৌরভ চক্রবর্তী
প্রকাশক: বাতিঘর প্রকাশনী
পৃষ্ঠা: ২২৪
মূল্য: ৩০০ টাকা
নরবলির কথা জানতাম, অনেক পড়েছিও এ ব্যাপারে !! কিন্তু পারিবারিক নরবলি? হোয়াট দ্যা...
এটা কিভাবে সম্ভব? এটা কি অনার কিলিং এর মত কিছু? নাকি কোন ভয়ংকর দূর্ভাগা পরিবারের গোপন কেলেংকারী? অথবা শয়তান এর পূজারী কোন পরিবার এর গোপন চর্চা? এক ধরনের অশুভ রিচ্যুয়াল? নাকি পুরোন বনেদী কোন বংশের আরাধ্য - রক্তপিপাসু কোন অপরিচিত দেবতাকে তুষ্ট করার অবিশ্বাস্য কোন মানত?
তাও আবার ঐতিহাসিক কাহিনী !! বইয়ের ভূমিকা পড়তে পড়তে মনে হোল - এমন এক রোমহর্ষক বাস্তব জগতে প্রবেশ করতে যাচ্ছি, যার সাথে কোন বইই আজ পর্যন্ত আমাকে পরিচয় করিয়ে দিতে পারেনি৷ পারিবারিক নরবলির মিথকে চেজ করে, পুরোন সব বইয়ের ধাধার মত সূত্র ধরে লেখক কিভাবে আবিষ্কার করলেন ওইসব পরিবারকে; যারা এই পুরনো পাপকে আজ অস্বীকার করতে ব্যাস্ত৷ যেন অস্বীকার করলেই মিথ্যা হয়ে যাবে পূর্বপুরুষদের এই ঘৃণ্য পাপ! তারপর কিভাবে এইসব পরিবারের প্রাচীণ প্রধানরা ধীরে ধীরে আর্গল খুলে দিলেন সেই ঐতিহাসিক পাপের স্রোত; পরিচয় গোপনের লিখিত প্রতিশ্রুতিতে...তারই আখ্যান লেখক বর্ননা করেছেন এই চন্দ্রহাস বইয়ের ভূমিকায় !!
যে ভূমিকা আবার লেখকের মতে মাস্ট রীড৷
যে ভূমিকার সাথে আবার বইয়ের কাহিনীর কোন মিল খুজে পাওয়া অনভিপ্রেত কাকতাল মাত্র !!

ইন্সট্যান্ট প্রতিক্রিয়া -
এই মাত্র শেষ করলাম বইটা৷ প্রায় এক বসায় পড়েছি৷ দারুন লেখনী৷ গল্প ছেড়ে উঠতে পারিনি৷ এখন ঝিম ধরে বসে আছি! ঘটনাটা কি হোল বুঝার চেষ্টা করছি..
দুর্দান্ত প্রচ্ছদ, তারচেয়েও দুর্দান্ত দুই বাংলায় উঠা হাইপ আর সর্বোপরি বইয়ের ভয়ংকর ট্যাগ লাইন - একটা বই দখলে নেয়ার আগ্রহ জাগতে আর কি লাগে !!
আর কিছুই লাগে না !! এমন একটা মোহ তৈরী করে ফেলে যে, যাত্রাপালার বিবেকের মত; বহু কালের বহু বই পড়ার বাস্তব অভিজ্ঞতা যখন উদ্বাহু নৃত্য করতে করতে সত উপদেশ দিয়ে যায় - ওরে গন্ডমূর্খ !! জগতের চাকচিক্য গুলো যে ফাঁদ..ওতে পা দিস নে !! তখন কে শোনে কার কথা !! বই আমার চাই...
অবশেষে আমি পাইলাম !! আমি ইহাকে পাইলাম !!
এখন বই শেষ করে ভাবছি, কেন এত বড় ধরাটা খাইলাম !!
কি ভেবেছিলাম আর কি পেলাম?
ভেবেছিলাম পারিবারিক নরবলির ঐতিহাসিক কাহিনী; আর পেয়েছি - সনাতন ধর্মের কিছু মিথ, মিথের ব্যাখ্যা, কোন্ দেবীর কিম্বা দেবতার কেমন পূজা, পূজা অর্চনার পদ্ধতি, নরবলির ইতিহাসের উপর লেখকের করা যাবতীয় গবেষণা, তন্ত্র মন্ত্র, শ্লোক এর উপর তার দখলের নমুনা ইত্যাদি সহযোগে একটা - পিওর হরর ফ্যান্টাসী জনরার - সুলিখিত উপন্যাস যার শেষ অংক একটা গোজামিল !!
হতাশার পরিমানটা অনেক বেশি !!
কিন্তু কেউ যদি ঐতিহাসিক পারিবারিক নরবলির ট্যাগ লাইন ভুলে গিয়ে; ব্ল্যাঙ্ক ব্রেইনে বইটা পড়ে তাহলে হয়ত ভালোই লাগবে !!
পুনশ্চ: ছাত্র আর শিক্ষকের মধ্যে যত শ্রদ্ধা আর ভালবাসার সম্পর্কই গজিয়ে উঠুক, অল্প দিনের পরিচিত একজন ছাত্র তার প্রফেসর কে তুমি তুমি করে বলছে এই আদিখ্যেতা টা সবচে বেশি বিরক্ত লেগেছে !!
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




