ধর্মীয় পোষাক পরতে বাধ্য করা যাবে না,এমন ধরনের অনভিপ্রেত ,অযাচিত মন্তব্য বাংলাদেশের বাজারে বর্তমানে তা খুবই রমরমা অবস্হা।কিছু সুশীল নামের( সু-ভালো,শীল-নাপিত=ভালোনাপিত ) মানুষ এই ধরনের বিষয় পেলে ভালোই আহলাদিত হয়।মানলাম সবার ব্যক্তিগত স্বাধীনতা আছে,তাই বাধ্য করা যাবে না।কিন্তু ব্যক্তিগত স্বাধীনতার কারণে কেউ যদি বোরকা পরে,তাহলে না পরতে বাধ্য করা হবে কেন ? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,লক্ষীপুরের রামগন্জ উপজেলার একটি কলেজ সহ দেশের বিভিন্ন জায়গায় বোরকা না পরার আইন করা হয়েছে।
সচেতন ভাই বোনদের নিকট তাই প্রশ্ন,
বোরকা পরতে বাধ্য করা যাবে না,তাহলে না পরতে বাধ্য করা হবে কেন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



