বাছাধনেরা তোমরা কে কেমন আছ? শুনিয়াছি এই ব্লগে নানাবিধ লোকজনের আগমন ঘটিয়া থাকে। ডাক্তার, ইন্জিনিয়ার, উকিল, মোক্তার, ঠিকাদার, বীমা কোম্পানির দালাল, মহাজন, রাজনিতীবিদ এবং সর্বোপরি ছাত্রছাত্রী এবং ছাত্রত্ব শেষ করিয়া সদ্য বেকারত্ব বরনকৃত পোলাপান। আমার পরিচয় তোমাদেরকে আর কি দিব। নিশ্চই ছোটোবেলা হইতে পাঠ করিয়া আসিতেছ আমার ব্যাপারে। হ্যাঁ, আমি হইলাম সেই গৌরী সেন টাকার প্রয়োজন হইলে শিক্ষকগন তোমাদেরকে যার সরনাপন্ন হইতে বলিতেন। তোমাদের হয়তো অবাক লাগিতেছে এহেন গৌরী সেন মহাশয় কোন দুঃখে তোমাদের এই ব্লগপাড়ায় আসিয়া পাড়ি জমাইলেন। আসলে হাল আমলের ছেলেমেয়েদের সাথে আমার যোগাযোগের একটা পন্থাতো রাখা চাই। ইহারা নানাবিধ কাজে অকাজে টাকা পয়সা খরচ করে। সব সময়তো আর যে কারো কাছে চাইতে পারে না। এদের সাহায্যে আসার নিমিত্তেই আমার এইখানে আগমন।
কাজেই তোমাদের নিকট কি আমি এই আশা করতে পারি যে আমার আগমনের মাহাত্ম্য অনুধাবন করতঃ তোমরা আমার ব্লগ পাতাটির প্রথম পাতায় প্রবেশাধিকার এবং আমাকে নজরবন্দী অবস্থা হইতে নিরাপদ অবস্থায় উন্নীত করিবে ৭ দিনের পরিবর্তে সাড়েতিন দিনে? আমার মতন একজন ব্যক্তি যে তোমাদের ব্লগের সকল নিয়মনিতি মানিয়া চলিবে তাহাতেতো নিশ্চই তমাদের কোনো সন্দেহ নাই।
আমি জানতাম যে তোমরা সত্যিই ভালো ছেলেমেয়ে। আমার প্রতি তোমাদের প্রদরশিত সন্মানকে সাধুবাদ জানাই। আর একটা কথা - টাকা পয়সা লাগিলে কখনো সংকোচ না করিয়া উপরের ঠিকানায় মেইল দিবে। আমার খাজান্চিখানায় তোমাদের ব্যাপারে আগাম নির্দেশ দেওয়া আছে। আমার অপেক্ষাকৃত অল্পবয়স্ক সহকারীগন পরামর্শ দিতেছে এই আদেশনামায় নানাবিধ হাস্যকর আবেগচিত্র সংযোগ করিতে। কিন্তু আমার ভাবগাম্ভীর্য্য বজায় রাখার নিমিত্তে আমি আবেগচিত্রের ব্যাবহার হইতে বিরত রহিলাম। তোমাদের সকলের কুশল কামনা করিতেছি। সারেতিনদিন পরে দেখা হইবে ১ম পাতায়।
---- সেন, গৌরী সেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




