১) গুলি যেই বন্দুক থেকেই বের হোক না কেন নায়কের সামনে যাওয়া মাত্র তা স্লো হয়ে যাবে এবং নায়ক ...সফলভাবে সেটা কাটিয়ে এগিয়ে যাবে।
২) "মুশকিল আসান বাবার মাজার" ইটজ রকিং ম্যান! যা চাইবা তাই পাইবা। এমনকি প্রেমিক ও পাওয়া যায়।নায়িকা এমনেই পাইসে !
৩)ঘরে ঘরে সিসি টিভি ক্যামেরা লাগানো উচিত।সিনেমা দেখলেই কাহিনী বুঝবার পারবেন, আগে কমু না। :পি
৪) নায়ক অনন্ত নায়িকা বর্ষা ও কম যায় না, সিগন্যাল ছাড়লে ক্যামনে ফাল দিয়া বাইক এ উঠতে হয় এই সিস্টেম উনি জানেন। অতঃপর বাইক থেকে প্লেন !রহস্য! (!)
৫) মুশকিল আসান বাবার মাজার এর খাদেম এর বয়স এত বেশি হওয়ার পরেও চুল দাড়ি সব কালো। ফ্যাক্ট!
৬) নায়ক যেই রাস্তা দিয়া হাইটা আসে ওই রাস্তার গাড়ি অটোমেটিক
ফাইটা গিয়া আসমানে উড়তে থাকে।
৭) অনন্ত ক্যান ড্যান্স ! ইয়েস হি ক্যান!
৮) নায়ক নায়িকার শরীরে টাচ করলে ফুলের পাতা , পাপড়ি তো উড়েই, মাঝে মাঝে আগুন ও ধইরা যায়! :পি
৯) পানির নীচে নায়ক নায়িকার অক্সিজেন লাগে না, তারা উভচর ! হাত পা দিয়া বুদবুদ বাইর হয়!
১০) বস্তি তে থাকা মহিলারাও চুল রিবন্ড কইরা রাখে ।
১১) নায়কের UZI gun থেকে একটা একটা কইরা গুলি বাইর হয় ।
ভাই একটা কইরা গুল্লি করবি তো পিস্তল এ লইয়া যাইতে পারতি! এত বড় টা নিসস কেন?
১২) ভিলেন নায়িকা রে ঝুলায় রাখে লেজার এর মধ্যে যেটা দিয়া নায়িকার কোন ক্ষতি এ হয় না! বুঝতে হবে এটা অনন্তর
নায়িকা।
১৩) আসমান এর যত উপরেই হেলিকপ্টার থাকুক না কেন, নায়কের বাইক ও উড়িবার পারে!
১৪) নায়ক বাংলা এবং ইংরেজিতে খুবই দক্ষ! (:পি) ইট ইস অনন্ত ম্যান!
১৫) নায়ক আসে krrish এর মুখোশ পরে ,ফাইট করে সালমান এর wanted এর মত করে আর একবার যদি লাফ দেয় তো আকাশ
থেকে নামতেয় চায়না।
১৬) মুভির কাহিনী তামিল "শিবা" মুভির নকল আর পরিচালক বলেন,"আমাদের মুভির strong point আমাদের কাহিনী"। coz ওইটা ওদের করা।
১৭) বিদেশ যাইতে passport visa কিচ্ছু লাগে না আমাদের নায়ক আর
নায়িকার।
১৮) পুলিশ বাপ্পারাজ এর স্ত্রী বাথটাব এ পোশাক পরেই গোসল করেন ঘরের ও বাথ রুমের দরজা লকনা করেই।
১৯) মুভির editing দেখে মনে হচ্ছিলো pirated reel চালানো হচ্ছে।
২০)নতুন আগত চবির দায়ালোগ।।
“আর ইউ পোম (ফ্রম) গানা?”, “ইউ থিং বাংলা ছবি হিরো মিনস দে আর আনএজুকেটেড?”, “ইউ আর লিভিং ইন বাংলাদেশ, ওকে, ম্যান ইউ হ্যাভ টু রেস্পেক্টিং বাংলাদেশ, বিকজ ইউ আর ইটিং ফুড ফ্রম বাংলাদেশ”।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩০