এখন উচিৎ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানানো।
এখন উচিৎ খালেদা জিয়াকে আবার গৃহবন্দী করা।
এখন উচিৎ তারেক রহমানকে আরও ২০ বছর ইউকেতে রাখার ব্যবস্থা করা।
এখন উচিৎ মির্জা ফখরুলকে দুই মাস জেলে, দুই মাস বাইরে রাখার সেই রুটিনে ফিরে যাওয়া।
এখন উচিৎ তালাবদ্ধ কেন্দ্রীয় অফিসের সামনে চাঁদর-গায়ে রিজভী আহমেদের সেই এপিক ছবি আবার ফিরিয়ে আনা।
এখন উচিৎ বিএনপির হাজার হাজার কর্মীর দিনের পর দিন নিজের বাড়িতে থাকতে না-পারার পুরনো বন্দোবস্ত করা।
এখন উচিৎ জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী সবাইকে ফাঁ সি তে ঝুলানো। আর ১৫০০ শহীদের মরণোত্বর বিচার কার্যকরা করা।
এখন উচিৎ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতার রাখার চিরস্থায়ী বন্দোবস্ত করা।
শেখ হাসিনাকে আল্লাহ যেন ২০৪১ সাল পর্যন্ত বাঁচিয়ে রাখেন, তার জন্য জামায়াত-চরমোনাই-হেফাজতের গণ-প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা উচিৎ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই দোয়া কবুল না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরণ অনশনের ঘোষণাও দেওয়া যেতে পারে।
কপাল-পোড়া জাতি এর চেয়ে ভালো কিছু ডিসার্ব করে না। শেখ হাসিনাতেই এদের মুক্তি।
অমানুষের জাত।