সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখো দিলাম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কি ভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরি সব কষ্ট দু হাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বুজনা তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সব টুকু ভালো বাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিলো যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়! [২বার]
কত রাত আমি কেদেছি
বুকের গভিরে কষ্ট নিয়ে
শূন্যতা ডুবে গেছি আমি
আমাকে তুমি পিরিয়ে নাও
তুমি কেন বুজনা তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সব টুকু ভালো বাসা তোমায় গিরে
আমার অপরাধ ছিলো যত টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়! [২বার]
যত বার ভেবেছি ভুলে যাব
তারো বেশি মনে পড়ে যয়
ফেলে আসা সেই সব দিন গুলো
ভুলে যেতে আমি পারিনা!
তুমি কেন বুজনা তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সব টুকু ভালো বাসা তোমায় গিরে
আমার অপরাদ ছিলো যত টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়! [২বার]
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




