পাঠশালা
কাজল রশীদ
দাউ দাউ করে জ্বলছে
চিহ্ন ভস্মে পুড়ে যাচ্ছে পটিয়সী শহরের রূপ
মহাজনের সবগুলো মুঠোবন্দী বিপনী বিতান
শুধু অক্ষত থেকে যায়
অতি সাজানো একটি পাঠশালা ।
সবার প্রিয় গাধাটি দাঁড়িয়ে আছে নস্যি হয়ে
কাঁধে কাঁধ মিলিয়ে ঈশ্বর ও মহাজন হাঁকছেন
এখানে পাঠিত হবে- “খাঁটি সভ্যতার নান্দীপাঠ”
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




