জার্মানী আউট গদামের মাধ্যমে । স্পেন ১-০ গোলে জয়ী । গোল দিছে পিয়োল । অক্টোপাস বাবার কথা আবার সত্যি হলো । কঠিন ভবিষ্যৎবানী ।
এই গোলটা ছাড়াও আরো দুইটা নিশ্চিত সুযোগ মিস করছে স্পেন ।
ম্যাচ অব দি ম্যাচ হলো জাভি ।
আমি খুবই খুশী । কারন ১৯৯০ সালের কোডেসাল কাহিনী কঠিনভাবে এন্টি জার্মানী । জার্মানদের খেলার স্টাইল আমার ভালো লাগে না ।
স্পেন যোগ্য দল হিসেবেই জিতেছে । বেশিরভাগ সময় বল স্পেনিয়ার্ডদের দখালে ছিলো । পজেশন ৫১- ৪৯।
আজকে স্পেনের সাপোর্টার ছিলাম । ফাইনালে কাকে সাপোর্ট করবো চিন্তা করতে হবে । স্পেন বা নেদারল্যান্ড কেউই আগে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় নাই । সুতরাং নতুন বিশ্বকাপ চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ ।আর্জেন্টিনাকে বাদ দিলে এই দুই টিমই মোটামুটি ভালো । যেই চ্যাম্পিয়ন হোক , আমার আগাম অভিনন্দন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




