বিজয়ে মাস। স্বাধীণতার মাস। আবার এই বছরটিতে ১২-১২-১২। সব মিলিয়ে একটি অন্যরকম অনুভতি। আর এই অনুভূতির সাথে যোগ হল অনলাইন জগৎ- এর নতুন একটি সূচনা। আর সেটি হল বাংলা ডোমেইন। ডোমেইন জিনিসটা কি তা আমারা সবাই জানি। এটি কোন ওয়েবসাইটের নাম। অনেক দিন ধরে শুনা যাচ্ছিল বাংলাই ডোমেইন পাওয়া যাবে। অনেক অপেক্ষার পরে অবশেষে তা বাস্তব রূপ নিয়েছে। এখন আপনি বাংলাই ডোমেইন কিনতে পারবেন। যেমনঃ
www. বাংলা.com. আমারা যারা সবকিছু বাংলাতেই ব্যবহার করতে ভালবাসি আমার মনে হয় এটি তাদের জন্য খুবিই খুশির সংবাদ। এতদিন বাংলাই ব্রাউজার ব্যবহার করতে পারলেও বাংলাই ডোমেইনের নামটা ব্যবহার করা যেত না। এখন থেকে সবকিছুই আমারা বাংলাই ব্যবহার করতে পারব।
আর একটা জিনিস কে যেন বাংলা.com টা কিনে নিয়েছে। তাই বলব, আপনার ডোমেইন টা কেউ নেয়ার আগে কিনে ফেলুন না হলে পস্তাবেন পরে। আমি নিজে আজ একটি কিনলাম।
বাংলা ডোমেইন কিনতে এই খানে যোগাযোগ করুন। এবিএইচ ওয়ার্ল্ড
বাংলা ডোমেইন কে ব্রাউজ করবেন যেভাবেঃ-
১। আপনার ব্রাউজারটির সর্বশেষ ভার্সন আপনি ব্যবহার করছেন কি না দেখে নিন। যদি না করে থাকেন তাহলে তাড়াতাড়ি আপডেট করুন। তাহলে সরাসরি বাংলা দেখতে পারবেন URL এ।
২। যারা গুগল ত্ত্রোম ব্যবহার করেন তারা ব্রাউজারের ভাষাটি বাংলাই করে নিতে পারেন।
এই পদক্ষেপ গুলা নিলে আশা করি বাংলা ডোমেইন টা কে ব্রাউজারে দেখতে পারবেন।
সাথে আর একটি ইনফরমেশন দিয়ে রাখি। এই ডোমেইন গুলার নিয়ন্ত্রন সরকারের হাতে নাই। তাই ডোমেইন কিনতে কোন ভোগান্তির সম্মুক্ষিন হতে হবে না।
collected from Foysal

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





