বিনয় করি গো প্রিয় আয় আয় রে
বিচ্ছেদের অনলে সদাই অঙ্গ জ্বলে
বিনয় করি গো প্রিয় আয় আয় রে
তোমারও তাড়না শরীরে সহে না
সহজ অবলা এ মন
বন্ধু বন্ধু বলে ঝাঁপিবো ঐ জলে
বিনয় করি গো প্রিয় আয় আয় রে
আগে না জানিয়া প্রেমেতে মজিয়া
কাঁন্দিয়া জনমও গেলো
দিয়া প্রেমের জ্বালা
হারাইলো এই বেলা
কোথায় লুকাইলি প্রিয় আয় আয়রে
বিনয় করি গো প্রিয় আয় আয় রে
ডাউন লোড করুন সায়রা রেজার কণ্ঠে
ডাউনলোড করুন বেবী নাজনীনের কণ্ঠে
কার কণ্ঠে বেশি ভালো লাগলো বলুন তো?
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




