যেমন ভাবা তেমন কাজ।কথাটির মূল্য নাই কিন্তু।অন্তত আমার কাছে।কোনো কার্য সম্পাদিত হয় যাবার পর ভেবে নেই -আমার মনের সায় ছিলো,নতুবা কেন হবে ?
ভাগ্য ! সেতো লেখাই থাকে।ভাগ্যে ইশ্বর থাকেন।যাকে মান্য করতে আমার দুশ্চরিত্র মন মানে না।
নিজের ভাবনা ভাবি না।পরের উপকার আমার ধাতে নেই।কেউ আমার কিঞ্চিত উপকার করিলে ,তার যথাযথ মূল্য দিয়ে তাকে বিদায় করি।
সুতরাং,কাজ করে নিয়ে তারপর ভাবো।
পৃথিবীর শতকরা ৯৯ ভাগ মানুষ তাই করে।
ভালো থাকুন।
নিজে লিখুন।
অন্যকে লিখতে বলুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



