দোকান থেকে জিটিএ ৪ এর ডিভিডি কিনে ইন্সটল করে ভিতরের সকল ক্র্যাক কপি করা এবং সাথে দেয়া সফটওয়্যার ইন্সটল করা স্বত্বেও আপনার গেম কিন্তু এখনো প্রস্তুত নয়!
জিজ্ঞাসা করুন কেন ?
যারা ইতিমোধ্যে এ কাজ করেছেন তারা নিশ্চয় আক্কেল সেলামী দিচ্ছেন। আপনি গেম ছেড়ে কনফিগার করার পর দেখবেন গেমের ফ্রেম রেট খুবই পুওর। সহজ ভাষায়, গেম আটকে আটকে চলছে। এবং যখনই আপনি কোন গাড়ী ভিত্তিক মিশন শেষ করবেন (ম্যালরি ও মিশেল কে লিফট দেয়া বা ব্রুসিকে রেস জিততে সাহায্য করা) গেমটি একটি এরর মেসেজ দেখিয়ে ক্র্যাশ করবে।
এ পর্যায়ে এসে অনেকেই ধরে নেন যে গেমটি আপনার কম্পিউটারে কোনদিনই চলবে না যতদিন না আপগ্রেড করবেন। কিন্তু অন্যদের সামনে এ কথা বলা সমীচীন নয় মনে করে অনেকেই বলে বেড়ান -
"জিটিএ ৪ আমার দেখা সবচেয়ে বাজে গেম "
গুরুত্বপুর্ণ পরিস্থিতিতে এসে ক্রাশ করলে যেকোন গেমের অপর থেকেই রুচি উঠাটা স্বাভাবিক। কিন্তু জিটিএ ৪ সর্বকালের সেরা গেমগুলোর একটি। তাই এ সামান্য কারনে এ গেমটি ফেলে দেয়া ঠিক হবে না। তাই আপনাকে যা করতে হবে তাই আপনাদেরকে বলব।
প্রথমে এই প্যাচটি নামিয়ে নিন। প্যাচটি পাবেন এখানে
প্যাচটি নামিয়ে ইন্সটল করুন। তারপর আপনাকে এই ক্র্যাকটি নামাতে হবে।
ক্র্যাকটি পাবেন এখানে
তারপর ভিতরের ইন্স্ট্রাকশন অনুসরণ করুন।
তাতেই আশা করি সকল সমস্যার সমাধান হবে।
এটি আমার প্রথম ব্লগ। তাই সকলের গঠনমূলক মন্তব্য কামনা করছি।
ক্র্যাক ও প্যাচগুলোর জন্য ধন্যবাদ -
-রকষ্টার গেইমস-
-আলেক্সান্ডার ব্লেড-
-রেজর১৯১১-
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




