
২০০৩ সালে রিলিজ হয় বাংলাদেশের প্রথম ত্রিমাত্রিক ভিডিও গেম "ঢাকা রেসিং"। এই গেমের মূল বৈশিষ্ট্য এই যে, এই গেমে ঢাকার পরিচিত কিছু
রাস্তায় গাড়ি, সিএনজি অটোরিকশা, ঠেলাগাড়ি ও রিকশা চালানো যায়।
২০০৩ এ বাংলাদেশে অনেকের হাতেই কম্পিউটার ছিল না। তাই অনেকেই খেলতে পারে নি। কিন্তু এখন আমাদের কম্পিউটার থাকা স্বত্তেও খুঁজে পাচ্ছি না গেমটি। তবে আর নয় প্রতীক্ষা, আপনিও খেলতে পারবেন এ গেমটি।
যা করতে হবে তা হলঃ
১। গেমটি নামিয়ে নিন এখান থেকে
২। কাকতারুয়া নামক ক্র্যাকার ভাইয়ের ক্র্যাক নামান এখান থেকে
৩। গেমটি ইন্সটল করুন
৪। গেমের শাথে দেয়া DirectX 8.1 ইন্সটল করুন
৫। ক্র্যাক কপি করুন গেম ফোল্ডারে।
৬। এই ডিএলএল ফাইল্টি নামিয়ে নিন
৭। ডিএলএল ফাইলটি গেম ফোল্ডার এ কপি করুন
৮। Config.exe ছেড়ে Software Emulation সিলেক্ট করুন
৯। dhaka_racing_crack.bat ফাইলটি ছাড়লেয় গেম চলে উঠবার কথা।
১০। এত ভেজাল করে গেম ছাড়তে কষ্ট তাই শর্টকাট ব্যাবহার করুন।
বি.দ্র. আমি কোন অবস্থায়ি পাইরেসি উৎসাহিত করছিনা। আমার গেমটির অরিজিনাল কপি ছিল কিন্তু হারিয়ে ফেলেছি
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




