আপনাদের সবার জন্য একটা থিম সং দিচ্ছি ।এটা আমার লেখা না। আমি আরেকটা
ফোরাম থেকে কালেক্ট করেছি।আমার কাছে মজা লাগছে। দেখেন।
দূর থেকে এসেছি, দূরে গিয়ে মরবো
তার আগে সবার জীবন হারাম করবো
দূরে ভালো আছি ভাই,
কাছে আসা আসি নাই.
যার পিছে লাগি ভাই,
তার আর শান্তি নাই.
জীবন হয় তার কয়লা,
মনে নাইতো কোনো ময়লা।
অনেক কথা বলেছি,অনেক কথা বলবো
সিন্দাবাদের ভুত হয়ে তোমাদের ঘাড়ে চড়বো
যদি বলো চুপ কর
আমি বলবো
দূরে গিয়ে মর!!!!!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




