তুমি কি কৃষ্ণচূড়াকে চিন ,
যার বর্ণ রক্তের মত লাল।
তুমি কি শিমুলকে চিন,
যার বর্ণে রয়েছে লালচে হলুদের মিলন মেলা।
তুমি কি সেই সবুজ প্রকৃতির কাছে গিয়েছ,
যার বাতাস নির্মল, যার ছায়ায় রয়েছে জীবনের প্রান।
তুমি কি মেঘকে চিন ,
যার মাঝে রয়েছে নীলচে আভা।
তুমি রংধনু চিন,
যার সাত রঙে রয়েছে, সাত ভালবাসা।
তুমি ভালবাসতে জান কি,
তার মাঝে রয়েছে দুটি প্রাণের মিলন।
তুমি কি চিননি তাকে, যার স্পর্শে তুমি কাতর।
তুমি কোন স্পর্শে রয়েছে তা কি তুমি জান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



