কেন এমন হয়?? কেউ কি জানো?
আজ ইচ্ছে করে তোমার কাছে ফিরে যাই,
ইচ্ছে করে তোমার জন্য নিজের সবকিছু বিসর্জন দেই..
আজ তুমি অনেক দূরে.... তাই সব দিয়ে তোমাকে পেতে ইচ্ছে করে।
তুমি কিছুটা ফিরে এলে,ইচ্ছেটা একটু বেড়ে যায়।
প্রতিজ্ঞা সব বিসর্জন দেয়,বিশ্বাস কর শুধুই তোমাকে পাওয়ার আশায়।
তুমি ফের চলে যাও অনেক দূরে।
পাচঁটি বছর পার করে দিলাম তোমায় ভেবে,
কি আছে আর জীবনে...
বাকিটা সময় না হয় এভাবেই পার করে দিব।
শুধুই তোমাকে ভেবে।
মনে আছে,যেদিন তোমার হাত ধরেছিলাম...
সত্যি কি আমি ধরেছিলাম?ধরি নি!!
ধরেছিলে তুমি... আর অবাক হয়ে দেখছিলে আমার হাত কিভাবে কাপঁছে!!
সত্যি, সেদিন তোমার হাসি ছিলো অসাধারণ....
আজো ভুলতে পারিনি।
মনে পরলে চোখ আজও ছলছল করে।
হাতের দিকে তাকলে এক অদ্ভুত বিষণ্য আধার আমায় ঘিরে ধরে।
আজ আমার কিছুই নেই।
ইচ্ছে করে তোমার জন্য আবারও নিজের সবকিছু বিসর্জন দেই..
তোমায় কাছে আনি।
কি লাভ বলো,দুদিন পর আবার চলে যাবে।
আমি কি মরতে পারি না? পারি কি?
আজ তোমায় অনেক মনে পরে, তবু কিছুই করার নাই।
কেন এমন হয়?এ প্রশ্নের উত্তর অজানাই থাকুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



