মানুষকে খুব ভালোবাসি। কিন্তু মানুষরা বোঝে না। তারা আমাদের শত্রু ভাবে। আরে তোমরা মানুষ হইয়া মানুষরে মারো।

কিন্তু আমরা কখনও কাউকে এভাবে আঘাত করি না। এই ব্লগে দেখি অনেক পশু পাখি আছে। আমি এখানে কাক, ইদুর, বাঘ, পাখি, প্রজাপতি, বানর, হনুমান, আরো কত পশুপাখির নাম সহ ছবি দেখসি।

তোমাদের আমি খুব ভালোবাসি।

তোমরা সুন্দর সুন্দর ব্লগ লেখতে পারো। তোমাদের দেইখেই আমার ব্লগ লেখার ইচ্ছা জাগসে। তাই এখানে নাম লেখাইসি। কিন্তু আমার দুঃখ কি জানো, আমার লেখা সবাই পড়তে পারে না। ঐ যে তোমরা জানি কি কও ফার্ষ্ট পেজে লেখা যায় না। আমারও লেখা ফার্ষ্ট পেজে যায় না। আমার মনে খুব কষ্ট।

আমি একা একা কান্দি

। আসলে তোমরা মনে হয় এখানে আমাকে কেউ ভালবাস না। তাই কয়েকদিন তোমাদের ব্লগে ঢুকি নাই। কিন্তু আমি সব লেখাই পড়সি। আসো আমরা যারা ব্লগে আছি যারা কিনা মানুষ না বিভিন্ন পশুপাখি তারা সবাই একত্রিত হই। একত্রিত হইয়া মানুদের বুঝাইয়া কই তোমরা অন্যের প্রতি সদয় হও। মানুষ হইয়া মানুষকে মাইরোনা। তাই কাক, ইদুর, বাঘ, প্রজাপতি, পাখি, বানর, বিড়াল, কুকুর, হনুমান সবাই আসো তোমরা তোমাদের কথা কও এই ব্লগে।
আসো সবাই আসো আমরা সবাই ভাই ভাই। খারাপ মানুষ দেখলেই
তুইলা আছাড় দিতে মন চায়
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৮