তবে আজ ছেলেবেলার একটা ধাঁধার কথা মনে পড়ে গেল। ভাবলাম সেটাই পোস্ট করে দেই। ধাঁধাটা অনেকটা এরকমঃ
মনে করুন একটা বাক্স আছে, যার ভিতরটা আয়নায় তৈরী। মানে এক পাশে অপর পাশের Reflection হয়। এখন এই বাক্সের ভিতরে একটা লাইট জালালে ভিতরটা পুরোপুরি আলো্কিত হবে। তাতে কোন সমস্যা নেই। ঝামেলা হচ্ছে যদি আমি লাইটটা নিভিয়ে দেই তাহলে কি হবে? বাক্সের ভিতরটা কি আলোকিত থাকবে? নাকি অন্ধকার হয়ে যাবে? তাহলে প্রতিফলিত আলো্টাই বা কোথায় যাবে?
বলতে লজ্জা নেই, আজ আমি দেশের একটা নামকরা Varsity তে Engineering পড়ি। তারপরও আমি এখন পরযন্ত ধাঁধাটা সমাধান করতে পারি নি। Physics -এ আগ্রহীরা এর সমাধান দিবেন আশা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



