যুক্তি ১: পাকিস্তান কে যদি এতই ঘৃণা করেন তাহলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলেই হয় ! রাষ্ট্রিয় ভাবে তাদের দেশে আমন্ত্রন জানানো হয় কেন ??
খন্ডন ১ : আর্জেন্টিনার রাস্ট্রপ্রধান যখন ইংল্যান্ডে যায় অথবা ইংল্যান্ডের রাস্ট্রপ্রধান যখন আর্জেন্টিনা যায় তখনও রাস্ট্রীয় আতিথেয়তা দেয়া হয়,তাই বলে কোন আর্জেন্টাইন ইংল্যান্ডকে সমর্থন করেনা,তেমনি ইংল্যান্ড আর্জেন্টিনার সাপোর্ট করেনা।
রাশিয়ার সাথে তো জার্মানীর ভালো সম্পর্ক ,কারন জার্মানরা নিজেদের সংশোধন করছে, যুদ্ধের ক্ষতিপূরন ও দিয়েছে আবার মাফ চাইছে , সেই সাথে নিজের দেশের অপরাধীদের বিচার করছে ।
পক্ষান্তরে ফাকিস্তান এখনো ক্ষমা চায় নি , আর দেয়ার মধ্যে দিয়া গেছে কতগুলা পাকি জারজ, যারা বিভিন্ন ছুতায় ফাকিস্তানের গুনগান গায় ।
যুক্তি ২: খেলা তো খেলাই । এর সাথে রাজনীতি মেশানোর কোনো দরকার নেই ।
খন্ডন ২.১: খেলার সাথে রাজনীতি আলাদা করে দেখার কোন উপায়ই নাই। বাংলাদেশ দল বলেন বা ভারত বা ইংল্যান্ড, দুনিয়ার প্রত্যেকটা টীমই একটা রাষ্ট্রের বা রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিত্ব করে, আর রাষ্ট্র ব্যাপারটাই রাজনৈতিক। খেলার সাথে রাজনীতি যদি না-ই মিশত, তবে ভারত পাকিস্তান খেলা নিয়া সবার এত আগ্রহ থাকতনা, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এ্যাশেজ নিয়া এত মাতামাতি হতনা। রাজনৈতিকভাবে বা সাংস্কৃতিকভাবে এরা শত্রু বলেই এদের খেলাগুলোতেও সেই উত্তাপ ছড়ায় ।
খন্ডন ২.২: একটি কথোপকথন থেকে ব্যাপারটা আরও বোঝার চেষ্টা করি ।
রাস্তা দিয়ে হেটে যাচ্ছি এক বন্ধুর সাথে … কথা হচ্ছে …
আমিঃ আচ্ছা ক্রিকেটে এখন World Champion কে রে ?
বন্ধুঃ কেন অষ্ট্রেলিয়া
আমিঃ অষ্ট্রেলিয়া নাকি অষ্ট্রেলিয়া ক্রিকেট টিম ???
বন্ধুঃ একই তো কথা …
আমিঃ কেন এক হবে কেন ? খেললো তো ওরা ১১ জন … বড়োজোড় দলের ১৫ সদস্য আর কোচ ( যদিও অধিকাংশ কোচ আন্য দেশের হয়ে থাকে ) কে World Champion বলা যাতে পারে … তাই বলে পুরো অষ্ট্রেলিয়াকে !!!!!!
বন্ধুঃ আরে গাধা … এই যে বাংলাদেশের খেলা হচ্ছে তো ওরা কি শুধু ১১ জন খেলছে … আমরা … !!! ওরা খারাপ করলে আমরা ১৬ কোটি মানুষ হতাশায় ডুবি … ওরা ভালো করলে ১৬ কোটি মানুষ সারা দিন রাত উল্লাস করি … এই যে ওদের সমর্থন এর জন্য কত কিছু … কেন করি … কারন ওদের সাথেই জরিয়ে আছে আমাদের সবকিছু … ওদের হাতেই আজ বাংলাদেশের পতাকা … ওরা বাংলাদেশ কে তুলে ধরছে সারা বিশ্ব এর কাছে …
আমিঃ তাই নাকি !!! আচ্ছা বন্ধু তাহলে অন্য দেশ গুলোও নিশ্চয় ওদের দেশ কে তুলে ধরার জন্য খেলে ???
বন্ধুঃ তুই যে এতো গাধা আগে জানতাম না … শোন যে কোন খেলায় দেশ ভিত্তিতে কেন এসেছে জানিস ??? ঐ দেশকে সারা পৃথিবীর সামনে তুলে ধরার জন্য … তাহলে তো শুধু একা একা খেললেই পারতো তাই না … আর আজকের যত নামি দামি খেলা যেমন - ফুটবল , ক্রিকেট এসব খেলা যে কিভাবে একটা দেশকে সারা বিশ্বের কাছে নিজের দেশ কে রিপ্রেজেন্ট করে চিন্তাও করা যায় না … এই যেমন ধর পৃথিবীর মানুষ কি বাংলাদেশ কে চিনতো … এই ক্রিকেট দিয়েই তো চিনলো …
আমিঃ হুম তাহলে ক্রিকেট শুধু ঐ ১৫ কে না পুরো জাতি বা দেশকেই তুলে ধরে … ??? আজ যদি বাংলাদেশ বিশ্বকাপ জেতে তাহলে ওরা শুধু ১৫ জন ই বিশ্বকাপ জিতবে না … জিতবে পুরো জাতি … পুরো বাংলাদেশ …!!!
বন্ধুঃ অবশ্যই …
আমিঃ আচ্ছা বন্ধু তোমার কি মনে হয় না ৭১ এর জন্য পাকিস্থানের ক্ষমা চাওয়া উচিত ???
বন্ধুঃ হঠাত এ প্রসংগ ??? উচিত তো … ওরা যা করেছে তা তো যুদ্ধ নয় গনহত্যা … নির্মম গণহত্যা … ওদের এই গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল নিকৃষ্ট ঘৃন্যতম অপরাধ …
আমিঃ তাহলে যে তুমি ক্রিকেটে পাকিস্থান কে সমর্থন কর !!! আজ না পাকিস্থান নিয়ে কত লাফালাফি করলে !!!
বন্ধুঃ আরে ওটা তো ক্রিকেট … ক্রিকেটে সমর্থন করলেই কি পাকিস্থানকে সমর্থন করা হয় নাকি ???
আমিঃ কেন তুমি যে বললে ক্রিকেট শুধু ১১ জন এর খেলা না … পুরো জাতির খেলা … ক্রিকেট রিপ্রেজেন্ট করে পুরো জাতি কেই ??? বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জিতলে তা হবে বাংলাদেশের জয় ??? ??? ??? ???
খন্ডন ২.৩: একজন পাকিস্তান সাপোর্টার কে যদি জিজ্ঞেস করি ভারত সাপোর্ট করেন না কেন - সেখানে তিনি অবশ্যই ভারতের বর্তমানে বাংলাদেশের সাথে অমানবিক আচরণের বিষয়টি তুলে আনবেন । সীমান্ত হত্যা, টিপাইমুখ সহ অনেক বিষয় আনবেন । তখন তাদের যদি বলা হয় - আপনি নিজেই তো রাজনৈতিক কারনে ভারত কে সাপোর্ট করছেন না - তো আমাকে কেন খেলার সাথে রাজনীতি মেশাতে নিষেধ করছেন ???
খন্ডন ২.৪: বাংলাদেশ খেললে সাপোর্ট দেন কেন ? নিজের "দেশ", নিজের "রাষ্ট্র" জিনিসটা কি একটা পলিটিক্যাল এনটিটি না ?
যুক্তি ৩: পাকিস্তান ভালো খেলে/খেলা ভালো লাগে ।
খন্ডন ৩: নো কমেন্ট। ভালো লাগলে সাপোর্ট কর গিয়া । কিন্তু আমি বলবো তুমি খেলা বোঝ না । পাকিস্তান এমন বিশেষ কোন ভালো খেলে না । অস্ট্রেলিয়া-সাউথ -আফ্রিকা-ইংল্যান্ড এরা পাকিস্তানের থেকে অনেক ভালো টিম ।
যুক্তি ৪: পাকিস্তান প্রতিবেশী দেশ ।
খন্ডন ৪: ভারত-শ্রীলন্কা আরো নিকট প্রতিবেশী । এই যুক্তিতে পাকিস্তানের চেয়ে বেশি সাপোর্ট ভারত বা শ্রীলঙ্কা পাওয়ার যোগ্যতা রাখে ।
যুক্তি ৫: ধর্মীয় কারণ ।
খন্ডন ৫.১: বিশ্বকাপ ফুটবলে সৌদি আরব, ইরান, তুরষ্ক, তিউনিশিয়া সহ অনেক মুসলিম দেশ খেলে । সেখানে বেশির ভাগ লোককেই ব্রাজিল-আর্জেন্টিনা অথবা জার্মানি-ইটালি-স্পেন এসব দলকেই সাপোর্ট করতে দেখা যায় । সুতরাং তাদের এটা ধর্মপ্রেম নাকি পাকি প্রেম সেটা অবশ্যই সন্দেহের বিষয় ।
খন্ডন ৫.২: পাকিস্তানিদের মুসলিম কীসের বিবেচনায় বলছেন ?? যারা অর্থের কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয়, যারা বল টেম্পারিং করে, যারা স্পট ফিক্সিং এ জড়িত থাকে, যাদের জীবনের প্রধান অনুষঙ্গ হল মদ আর নারী, যাদের দেশে প্রতিদিন বোমা হামলা হয়, যাদের দেশ গুগলে পর্ণ সাইট সার্চ করাতে নাম্বার ১ হয়েছে, যাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রতিদিন মানুষ খুন হয় , যাদের মানবতা বলতে কিছু নেই, যারা প্রতিনিয়ত আমেরিকানদের পা লেহন করে, যারা জঙ্গিবাদীর জন্য পৃথিবীতে কুখ্যাত, যারা আমাদের দেশের মা বোনকে ধর্ষণ করেছে, যারা ৩০ লক্ষ নিরীহ বাঙ্গালীকে হত্যা করেছে, যারা আজ পর্যন্ত আমাদের কাছে ক্ষমা চায়নি । এরা নাকি তাদের ধর্মীয় আদর্শের দল !!!!
যুক্তি ৬: ধান ভানতে শিবের গীত এর মত ভারত টেনে আনা ।
খন্ডন ৬: ভাব দেখলে মনে হয় ক্রিকেট পৃথিবীর দুইটা দেশই খেলে - ভারত আর পাকিস্তান । পাকিস্তানের বিরোধিতা করা মানেই নাকি ভারত সাপোর্ট করা !! এই জন্য নাকি তারা পাকিস্তান সাপোর্ট করেন !! হাউ ফানি !!!!!!!!
যুক্তি ৭: এতই যখন পাকিস্তান কে ঘৃণা করেন, ইংল্যান্ড তো ২০০ বছর এ দেশ শাসন করেছে । তাদের কিছু বলেন না কেন ?
খন্ডন ৭: প্রথমত ইংল্যান্ড ক্রিকেট টিম নিয়ে বাঙ্গালীদের আদিখ্যেতা নেই যে পাকিস্তানের মত তাদের ইংল্যান্ড এর কথাও মনে করিয়ে দিতে হবে । তাছাড়া ইংল্যান্ড ২০০ বছর অত্যাচার করেছে বলে পাকিস্তান সাপোর্ট করতে হবে এটা হাস্যকর নয় কি ??
যুক্তি ৮: পাকিস্তানের ক্রিকেট প্লেয়াররা তো আর গণহত্যার সাথে জড়িত ছিল না ।
খন্ডন ৮: ধরুন আপনার পরিবারের কোন সদস্যকে নির্মম ভাবে হত্যা করলো "এক্স" নামের একজন । তারপর সেই ব্যাক্তি একটা ক্রিকেট ক্লাব বানালো "এক্স ক্রিকেট ক্লাব" নামে যে ক্লাব কিনা ভাল খেলে । আপনার পরিবারের সদস্যকে হত্যাকারীর ক্লাবের প্লেয়াররা কিন্তু খুনি না । পারবেন আপনি সেই ক্লাবকে সাপোর্ট দিতে ?? আপনার পরিবার ধ্বংস করে দেওয়া লোকটার ছেলেকে পারবেন আপন বলে বুকে জড়িয়ে নিতে যেখানে ছেলেটি ক্ষমা চায়নি ?
যুক্তি ৯: বাপ চাচাদের পাপের ফল নেক্সট জেনারেশন বহন করবে কেন?
খন্ডন ৯: বহন করবে এই কারণেই যে তারাও তাদের বাপচাচাদের পাপের জন্য বিন্দু মাত্র দুঃখিত না । সেইটা যারা দেশের বাইরে থাকে তারা খুব ভাল জানে ।
যুক্তি ১০: ভারতের শেবাগ, সিধু বাংলাদেশ কে নিয়ে অবমাননাকর কথা বলেছে ।
খন্ডন ১০: এইটা পাকিস্তান সাপোর্টের পক্ষে কোন যুক্তি হতে পারে বলে মনে করি না । এটা ভারত সাপোর্টের বিপক্ষে দেয়া যায় । তারপরও তাদের মনে করিয়ে দিতে হয় - রশীদ লতিফ বলেছিল - আফগানিস্তান বাংলাদেশের থেকে ভাল দল । শোয়েব আখতার লিখেছিল - বাংলাদেশের টেস্ট খেলার যোগ্যতা নেই । এরপর যদি আপনারা পাকিস্তান সাপোর্ট করতে পারেন - তো আপনারা সিধু আর শেবাগ কে সমালোচনা করার নৈতিক অধিকার হারিয়েছেন ।
সকল পাকি, নব্য পাকি, পাকিদের প্রতি সহানুভূতিশীল, পাকি প্রেমী ... আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, একাত্তরের যুদ্ধাপরাধ, হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং ক্ষয়ক্ষতির জন্য পাকিস্তানের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রাপ্তির আগে কোন ধরণের বন্ধুত্ব বা হৃদয়বৃত্তিক চর্চা করতে আমরা অপারগ। সে পর্যন্ত আমাদের তরফ থেকে আপনাদের জন্য একমাত্র বরাদ্দ বিশুদ্ধ ঘৃণা। জাস্ট গো এন্ড **** ইয়োরসেলফ ।
রেফারেন্স:
1. Click This Link (কমেন্ট অংশ)
2. Click This Link (কমেন্ট অংশ)
** এই লেখাটি আমার ফেসবুক অ্যাকাউন্টে নোট আকারে দেওয়া আছে । পড়তে পারেন এখানে ।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




