সানাইয়ের সুর যখন থেমে যাবে, কোনো আলো জ্বলবে না
আঁধার তোমাকে ঘিরে রবে~~ বসন্তে কোকিল আর গাইবে না~~
তুমি এসো তখন আমারই কাছে~~ ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে
আমি তোমায় ফেরাব না~~
সানাইয়ের সুর যখন থেমে যাবে ~~~~
সব ভুল জানি একদিন ভাঙবেই~~
শেষ হবে যত ছলনা~~
তোমারই ভুল ছিল, জানবে তুমি~~
করবে চোখের জলে অনুশোচনা~~
~~~~
সব ভুল জানি একদিন ভাঙবেই~~
শেষ হবে যত ছলনা~~
তোমারই ভুল ছিল, জানবে তুমি~~
করবে চোখের জলে অনুশোচনা~~
তুমি এসো তখন আমারই কাছে~~ ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে
আমি তোমায় ফেরাব না~~
সানাইয়ের সুর যখন থেমে যাবে ~~~~
কোলাহল থেমে যাবে যখন~~
কেউ আর পাশে রবে না~~
দুঃখটা তোমাকে, কাঁদাবে নিরবে~~
হারাবে পরিচিত সেই ঠিকানা~~
~~~~
কোলাহল থেমে যাবে যখন~~
কেউ আর পাশে রবে না~~
দুঃখটা তোমাকে, কাঁদাবে নিরবে~~
হারাবে পরিচিত সেই ঠিকানা~~
তুমি এসো তখন আমারই কাছে~~ ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে
আমি তোমায় ফেরাব না~~
সানাইয়ের সুর যখন থেমে যাবে, কোনো আলো জ্বলবে না
আঁধার তোমাকে ঘিরে রবে~~ বসন্তে কোকিল আর গাইবে না~~
তুমি এসো তখন আমারই কাছে~~ ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে
আমি তোমায় ফেরাব না~~
সানাইয়ের সুর যখন থেমে যাবে ~~~~
গানঃ সানাইয়ের সুর
শিল্পীঃ আসিফ আকবর
এ্যালবামঃ এবং আমি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


