জীবনে কাছে আমি~ দু'টি হাত বাড়িয়ে~
বুক ভরা ব্যথা শুধু পেয়েছি
নিয়তির কাছে আমি~ কি যে পাপ করেছি~
দুঃখের আগুনে শুধু জ্বলেছি
না পাওয়ার হাহাকার~ কেঁদে যায়~ নিরবে
সময়ের কাছে হার মেনেছি~~~
ভুল~~ সবই ভুল~~ আমার সবই ভুল ~~
ভুল~~ সবই ভুল~~ আমার সবই ভুল ~~
~~~~~~~~~~~~~~~~~~~~~
সুখি মানুষের ভিড়ে অন্য মানুষ আমি
নেই তো আমার মিল তারও সাথে
যখন সবার মুখে সুখেরি হাসি ঝরে
অশ্রু তখন ঝরে আমারি চোখে
পৃথিবীর বুকে আজ আমি বড় একাকী
হারিয়ে গেছে সব কুল
ভুল~~ সবই ভুল~~ আমার সবই ভুল ~~
ভুল~~ সবই ভুল~~ আমার সবই ভুল ~~
~~~~~~~~~~~~~~~~~~~~~
যত অপরাধ হলে ক্ষমা পাওয়া যায়
হয়ত আমার দোষ তারো বেশি
আমার ভালবাসা হয়েছে পরাজিত
তাইতো বারেবার শুধু হেরেছি
জীবনের কাছে আজ হয়ে গেছি ফেরারি
দিয়েছি ভুলেরি মাসুল
ভুল~~ সবই ভুল~~ আমার সবই ভুল ~~
ভুল~~ সবই ভুল~~ আমার সবই ভুল ~~
জীবনে কাছে আমি~ দু'টি হাত বাড়িয়ে~
বুক ভরা ব্যথা শুধু পেয়েছি
নিয়তির কাছে আমি~ কি যে পাপ করেছি~
দুঃখের আগুনে শুধু জ্বলেছি
না পাওয়ার হাহাকার~ কেঁদে যায়~ নিরবে
সময়ের কাছে হার মেনেছি~~~
ভুল~~ সবই ভুল~~ আমার সবই ভুল ~~
ভুল~~ সবই ভুল~~ আমার সবই ভুল ~~
শিল্পির নাম, এ্যালবাম টাইটেল জানিনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


