আমি কাতর।
ক্ষুধা, তৃষ্ণা আর গণতন্ত্রের মুক্তির অপেক্ষায়...
সেই বেহুলা লখিন্দরের ও আগে থেকে চলতে চলতে..
শায়েস্তা খাঁর টাকায় আটমন চাল
কত ঘাত প্রতিঘাত...
আরো ভালো চাই...
দিন বদলে মনে হয় কাল.. গেল কালই ভাল গেল
কাতরতা বাড়ে জ্যামিতিক।
উপস্থাপনা বদলে যায়
অত্যাচার আর শোষন একই বরং বাড়ে নান্দনিক
আঙ্গিক বদলে মাত্র।
জনতার আদালত
ঠুনকো জরুরী হালে ভীত, আত্মার মতোই
সামগ্রীকতা হারালে এমনই হয়
খন্ড বিখন্ড সত্বা কেবলই ভয়ে কাতর...
তবে কি মুক্তি নেই?????????
কাতরতা বাড়ে। বাড়তে বাড়তে শূন্যে স্থির.....
যেখানে সকল প্রয়োজন ফুরিয়ে যায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


