আরেকবার.....
দ্রোহ লয়ে নির্ভীক
বলি
আমি সিরাজ
আমি মোহনলাল
আমি তিতুমির
আমি শেখ মুজিব
আমি জিয়া
আমি- আমি।
আমার আমিকে চিনে এসো বলি চিৎকারে
থামো।
যথেষ্ট হয়েছে।
এবার আমাদের বাঁচতে দাও। বাঁচার মতো।
এ কেমন বেঁচে থাকা?
অতংকিত প্রতি প্রহর?
মতপ্রকাশের স্বাধীনতা কই??
কেবলই মিথ্যাচারে ডুবে গেলে একটি জাতি
আর কি থাকে?
এসো সাদাকে সাদা বলি-
কালোকে কালো
ম্বৈরাচারিতা কোন অজুহাতেই গ্রহণযোগ্য নয়!
অনেক অনেক অর্থ আর উন্নয়ন দিলেও কি তুমি
বেছে নেবেক্রীতদাস জীবন?
৫২ বলে না, ৬৯ বলে না
৭১ শেখায় জীবন দিতে
২০১৭-তে এ কেমন তোমার ক্লীবতা!!!
জাগো সুবোধ! চির বুঘলকপুর চেতনায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


