
অনেক গ্রুপে যোগ দিয়েছি কিন্তু কোনো গ্রুপেই আমার কবিতা এপ্রুভ হয় না, কেন হয় না তা আমি জানি। প্রেম সাগরে ডুবে যারা ভাস্যমান লাশ হয়েছে তাদের জন্য আমি কবিতা লিখতে পারি না। তো কী হয়েছিল, কদ্দিন আগে বিটলামি করে একটা কবিতা লেখার বৃথা চেষ্টা করেছিলাম, মানে ব্যথার গাথা আরকি...
"লোভ"
আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম,
কিন্তু তুমি যা চেয়েছিলে তা আমার আয়ত্তে ছিল না,
তখন তুমি জাননি সবকিছু সবার আয়ত্তে থাকে না,
সবকিছু পাওয়ার লোভ এখন আর আমার মনে নেই।
কপালগুণে এই কবিতা এপ্রুভ হয়েছিল এবং আমি কাজে চলে গিয়েছিলাম। আমি এখন টেক্সি চালাই। যাক, এক যাত্রীকে নিয়ে যাচ্ছিলাম। তরুণী মহিলা মোবাইলে কথা বলছি। আশ্চর্যের বিষয় হলো, চার লাইনের লেখা ছিল উনার আলোচ্য বিষয়। নেমে যাওয়ার সময় শুধু বলেছিলাম, don't let anyone control you and don't let anyone ruin your happiness. মহিলা কেঁদে কেঁদে বলেছিল, I am sorry, you had to listen to all this.
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



