
হিংসুকরা জ্বলে হিংসানলে, কামুকরা জ্বলে কামানলে,
মজা চাটার জন্য এক্কেবারে বেকুবরা জ্বলে বিরহানলে।
তো যাক, ব্লগে কিছু জনপ্রিয় ব্লগার আছেন, তারা যা-ই হোক, তবুও ব্লগকে বাঁচিয়ে রাখছেন। সুসময় দুঃসময় সবসময় উনারা ব্লগের সাথে আছেন। নাওয়া খাওয়া ছেড়ে ব্লগে পড়ে থাকেন। অন্যের জন্য বিরক্তিকর হলেও উনারা নিজের মতামত ব্যক্ত করেন, এবং আমি তা খুব পছন্দ করি। উনাদেরকে সবাই সহ্য করতে পারে না। উনাদের সাথে সবাই পাল্লা দিতে পারে না। উনাদের জনপ্রিয়তা সবার সহ্য হয় না।
কিছু বিকারগ্রস্ত ব্লগার স্বার্থসিদ্ধির জন্য খামোখা ঝামলা পাকিয়ে ব্লগের বারোটা বাজায়। নিজের জ্ঞান জাহির করার জন্য মূর্খরা অল্প জলে পুঁটিমাছের মত ফরফর করে বেড়ায়। হিংসায় হিংসুক হয়ে ওরা হিংসাত্মক কার্যকলাপ করে। এতে ব্লগের মারাত্মক ক্ষতি হয়।
আসুন নির্লজ্জ আচরণ বর্জন করে ন্যায়সংগত ও শালীনতাসম্মত ব্লগিং করি, এত সকল উপকৃত হব।
মনে রাখতে হবে... "তিক্ত সত্য এবং নেংটা বেটার নাচ কেউ পছন্দ হয় না।”
এই দুনিয়ায় কারো থেকে কেউ কম নয়। যে নিজেকে যত বড় ভাবে বাস্তবে সে তত ছোট এবং ঝগড়াটেরা ঝগড়াঝাঁটি করে।
আমার লগে লাইগ্যা লাভ নাই, আমি ব্লগার নই, আমি হলাম বসন্তের কোকিল।
© Mohammed Abdulhaque
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



