অনেকেই 'কি' এবং 'কী' শব্দ দুটোকে গুলিয়ে ফেলার কারণে বাক্যের অর্থ নিয়ে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভুলবোঝাবুঝির সৃষ্টি হয়।
*কি*
যেসব প্রশ্নের জবাব 'হ্যাঁ' বা 'না' দ্বারা দেয়া যায়, সেক্ষেত্রে 'কি' হবে। যেমন :
তুমি কি আমাকে চেনো ?
তোমার নাম কি মোতাহার ?
তুমি কি গিয়েছিলে?
এই 'কি' অব্যয় পদ ।
*কী*
যেসব প্রশ্নের জবাব 'হ্যাঁ' বা 'না' দ্বারা দেয়া যায় না, সেক্ষেত্রে 'কী' ব্যবহৃত হবে। যেমন :
তোমার নাম কী?
তুমি কী বলতে চাও,বলো?
তুমি কী বিষয়ে অনার্স করছ?
এই 'কী' সর্বনাম পদ।
এছাড়া, বিশেষণ (কী আনন্দ!),
বিশেষণের বিশেষণ (কী সুন্দর! কী অপরূপ!) এবং ক্রিয়া-বিশেষণ (কীভাবে?) হিসেবেও 'কী' ব্যবহৃত হতে পারে।
বিষয়টা একটু মনে রাখলে আমাদের সবারই পড়তে সুবিধা হবে এবং অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়ানো যাবে।