কেউ, তোমাকে ডাকে, অন্য কোথাও, অন্য কোনোখানে
শোনো কি তুমি অনন্ত-আহ্বান সেই?
এই জগতের ভেতরে যাকে তুমি ভাবো প্রার্থিত-পরম
দ্যাখো, তারও ভিতর ঢুকে পড়েছে আরো আরো
জগৎ-জগৎময় বিস্ময়, সংশয়
তোমার শিরার ভেতর দিয়ে অচিনগহন এক স্রোত
শোনো তুমি তাকে, শোনো?
কেউ, তোমাকে ডাকে, দূরে নয়, খুব খুব কাছে,
তোমার ভেতরের ভেতর থেকে, কেউ, অন্য কোথাও, অন্য কোনোখানে...
[কালি ও কলম-এর সাম্প্রতিক সংখ্যায় প্রকাশিত]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




