অবশেষে, হ্যা বন্ধুরা, অবশেষে আমার 'শিশুকাল' ধইন্ন্য, আমি এখন একজন সাধারন ব্লগার।
আমার মনের অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মডু'দারা আমার পদোন্নতি কর্লেন।
আজকা থেইকা ১৭ দিন আগে খুলসিলাম ব্লগখান। তারপর আশায় থাকি, কবে বয়স এক হপ্তা হইব, কবে আমারে মুরুব্বী মডু ভাই-বেরাদার রা মডারেশান স্ট্যাটাস আপগ্রেড করব !
হেই 'সাধারনতা' ( জেনারেল ) বা 'নিরাপত্তা' (!! সেইফ !!) অর্জন কইরা যেই লেহা পইড়া দুনিয়াদারির বেবাগ জানা অজানা খবর পাই, হেইহানে এক পোঁয়া কইরা অরগানিক ধইন্না বার্তা দিমু। নানা মুনির নানা মতের লগে, নিজের মতটাও জানামু, কত শত পুস্ট আছে, যেইডা দেইক্কা হাস্'তে হাস্'তে চেয়ারথন পইরা যাই, কতডি 'অসাধারন' লেহা আহে যেইডি পইড়া ভিত্রের অমানুষ টার বিবেকে দংশন হয় [বেপারডা ক্যান জানি ঠিক ভাষায় লেক্তে পার্তাসিনা]- হেই জায়গাত নিজের একটা say রাখতে।
নিজেকে সামু পরিবারের সাথে সম্পৃক্ত করার দুর্বার আশা থেকেই ছিলো এই অস্থিরতা। আজ তার অবসান ঘটলো।
প্রিয় ব্লগারগনদের শুভেচ্ছা আর সামু টিমকে ধন্যবাদ !
আশাকরি ব্লগ জীবন আনন্দময় হবে।
[কম-বয়সের ভু্ল বানানে ভরা বাংলা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। স্রেফ মজা করার জন্য এই মিক্সচার টোনে লেখা]
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




