
একে একে দুই হয়
দুয়ে দুয়ে চার
তুমি আমি দুয়ে মিলে হয়
প্রেম সমাচার
প্রেম নাকি অন্ধ জানি
প্রেমের মরাও ডুবেনা জলে
প্রেমকে যদি স্বর্গ মানি
নরক দূর হোক প্রেমের ছলে
প্রেমে খায় সব হাবু ডুবু
প্রেম করে দেয় যাকে তাকে কাবু
প্রেমে আছে বিরহের ভয়
প্রেম করে যাই আমরা তবু
প্রেমের টানে ঘর বাড়ী ছাড়ি
প্রেম না পেয়ে অকালে মরি
প্রেমের কালো যাদুর আছরে
উদ্ভট সব পাগলামি করি
সব শেষে তাই বলি
প্রেম হোক সত্য
প্রেম হোক মহান
প্রেম হোক নির্ভেজাল
কবিতায় কবিতায় গাই প্রেমের জয়গান
বিঃ দ্রঃ অফিসে কাজ করতে করতে দম ফেলার উপায় নেই এই অবস্থা
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



