ইসলামী আন্দোলনের দায়িত্ব একটি বড় আমানত । কোনোভাবেই এই আমানতের খেয়ানত করা যাবে না । আমাদের সকলকেই এ দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ।
আবেগবশত অনেকেই সংগঠনের অভ্যন্তরীণ খবর বাহিরে প্রকাশ করে দেয় । মনে রাখতে হবে আমাদের যেকোন পরিস্থিতে ধৈর্য , সাহসিকতা ও বিচক্ষণতার সাথে ময়দানে ভূমিকা রাখার পাশাপাশি অনলাইনেও দাওয়াত পৌছে দিতে হবে সর্বত্র । ইসলামী আন্দোলনের একজন কর্মীকে অস্থিরতা , হীনমন্যতা পরিহার করে মানসিক দৃঢতা অর্জন করতে হবে ।
ইসলামী আন্দোলনের সফলতা ও ব্যর্থতার মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন । আন্দোলন পরিচালনায় আল্লাহর সাহায্য পাওয়ার আত্ম বিশ্বাস থাকতে হবে । এ দায়িত্ব আমি , আমরা কামনাও করিনি , চেয়েও নিইনি । দায়িত্ব এসেছে আল্লাহর পক্ষ থেকে । অনেককেই দেখা যায় কমিটি গঠনের পর দায়িত্বশীলদের তালিকা ফেসবুকে দিয়ে দেয় । অথচ চিন্তাও করে না এতে আমাদের লাভের চেয়ে ক্ষতির দিকটাই বেশী । কিছুদিন আগে মুহতারাম আব্দুল জাব্বার ভাইয়ের বিয়ে নিয়ে ঢালাও ভাবে প্রচার করা হলো । আমরা একবার কি চিন্তা করেছি এতে ভাইটির জীবন বিপন্ন হতে পারতো ।
এদিক দিয়ে আমাদের বিচক্ষনতার পরিচয় দিতে হবে ।
পরিশেষে , আল্লাহ আমাদের ইসলামী আন্দোলনের কঠিন জিম্মাদারি সঠিক ভাবে পালনের তৈফিক দান করুন । আমিন
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮