মন ভালো নেই কবিতা,
বিক্ষিপ্ত হয়ে আছি আমি.............. কাজে মন নেই...... জীবনে হারিয়ে ফেলেছি যত সব আগ্রহ.....
মন এখন উজানে ছোটে....... বারবার ......বার বার.....বার বারররর..........................
( ...আর বিরহের কথা এলে...... বুকেতে জ্বালা ভূলে ....আজও মাঝে মাঝে গাই মান্নাদের গান....নচিকেতা)
শুষ্ক হয়ে গেলাম কেন এত তাড়াতাড়ি.......জীবন খুব অদ্ভুত একটা জিনিস... একেবারে অন্যরকম... কিসের পিছে ছুটছি!!!!!!
(আর অখিল বন্ধুঘোস যতোটটা প্রতিভাবান...পেলেন না তার যোগ্য সম্মান......নচিকেতা)
আমি কি প্রতিভার মূল্য পাচ্ছি না বলে হতাশ!!!!!!!!!আমি কি অস্তিত্বহীনতায় ভুগছি...!!!!! তা তো হওয়ার কথা না। অন্তত আমার তা হওয়ার কথা না। আমি আমাকে চিনি.............(অন্তবিহীন পথ চলাই জীবন..........আর মাঝে মাঝে , হারিয়ে যাওয়া সেই গানের কলি, যদি মন দিয়ে শোন তবেই বলি................নচিকেতা)
আমি তা কাউকে বলিনি.... বলতেও চাই না. হয়তো আমি বলতেও চাইনা কখনো.... হয়তোবা আমার বলার কিছুই নেই, এমনোতো হতে পারে..............................
(মন আমার শোনে না কথা, চঞ্চল মন আমার শোনেনা কথা................পবন দাস বাউল)
মনকে যে কথা শোনাতেই পারছি না.....
কোনমতেই পারছি না আমি আমার মনকে বশে আনতে.....নাকি আমি মন থেকে চাই না অবুঝ মনটাকে বাগে আনতে......চলুক না মন, মনের মতোই...........
মাঝে মাঝে দূর থেকে শুণব বাঁশির সুর.... হাওয়ার উত্তাল শব্দ......
( কোথাও বাঁশি বাজছিলো,,,হাওয়ারা খুব হাসছিল... আমার ছিল বন্ধ কপাট...অন্ধ চোখে রাগ ছিল.... সন্জীব দা)
আর বন্ধ দরজার অন্ধ রুমে বসে বসে কেঁদে কেঁদে উঠবো গুমরে গুমরে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




