কবিরা কি নির্বাসিত সমাজের সফল সমাবর্তনের সকল ক্রিয়াবিন্দু থেকে?
হয়ত বা - যে দুর্মর অভিলাষ ঘিরে কবির সকল শব্দ সাধনা তার অন্তরালে যে দোহন চলে জীবনের নিরন্তর অভিঘাতে
অর্থশাস্ত্রের সুনীতিতে সে কোথায় দাড়িয়ে থাকে?
কবি তো নিদ্রামগ্ন দ্্বীপ, সবুজ ফষলের আবাদে সে হেসে ওঠে না আর দ্রুতগামী নৌযনের জন্যও সে জ্বেলে রাখে বিপদের হাতছানি।
তবে কেমনে তাকে জাগিয়ে রেখে উদ্্বৃত্ত সুখ নিদ্রার শয়নে যাবে কোন পেয়াদা?
রাঙা চক্ষুর শাষানী পথের ধূলোয় ছুড়ে ফেলে কোন কবি তুমি জেগে থাকো এই অবেলার রাত্রিতে?
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



