আমি ছিলাম
আজ নেই জেনে তোমার হৃদয়ে; ইতিহাসের পাতায়
বিস্মৃতির বালি ঝেড়ে তুলে আনি স্মৃতির কঙ্কাল
দুরন্ত বালকের চুলে উড়ে চলে যক্ষের মেঘ
আগামী প্রতু্যষের জলন্ত সূর্য
নিঃস্ব কোটর ফুড়ে ঢালে রুপোলী জোৎস্না।
আমি সেই মেঘে নিজেকে নিংড়ে নিংড়ে
আমি সেই জ্যোৎস্নায় কাকভেজা ভেজা হয়ে
আজকের অপসৃয়মান কায়ার মিছিলের পথের
ধূলো হয়ে ভাবি
আমিও এই আছি
তোমাদের সমাগত স্বপ্নে; অবয়বহীন এক মূ্যরালের মত।।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



