১৮৫৮ সালে আমেরিকার, ওয়েস্ট ভারজেনিয়ার ওয়েস্টন শহরে Trans-Allegheny Lunatic Asylum নামে একটি হাস্পাতালের নিরমান কাজ শুরু হয়। কিন্তু ১৮৬১ সালে CIVIL War এর কারনে এর নিরমান কাজ বন্ধ হয়ে যায়। আবার পরে ১৮৬২ সালে এর নিরমান কাজ শুরু হয়।
হাস্পাতাল থাকা কালে একবার মহামারিতে বহু রোগী মারা যায়। যার মধ্যে "লিলি" নামের ৯ বছরের এক বাচ্চা মেয়ে ও ছিলো। ১৯৮৬ সালের আগ পর্যন্ত এটা হাস্পাতাল হিসেবেই ছিলো। কিন্তু পরে এটাকে একটা জেলখানায় রুপান্তর করা হতো। ১৯৯৪ সালের মে মাস পর্যন্ত এটিকে ব্যবহার করা হয়। বর্তমানে এখন এটি একটি Haunted House হিসেব দর্শনারথীদের কাছে পরিচিত। ১৯৯৪ সাল পর্যন্ত সব মিলিয়ে ২৫০জনের মত লোয়া মারা গেছে এই হাস্পাতাল এ।
২৪২০০০ বর্গ ফুট এলাকা জুরে আবস্থীত এই হাস্পাতালটির মূলতো ৩ টি ভবণ। প্রধান ভবণটি ৪তলা বিশিস্টো আর এর প্রতিটি তলাতেই রয়েছে "তাদের!!!" বিচরোন।
এই সেই ভবন।
ভবনের উপরের ঘড়ি।
ভবনটির নীচ তালায় non violent s রোগীদের রাখা হতো। ২য় এবং ৩য় তলায় কিছুটা violent এমন রোগীদের রাখা হত। ৪র্থ তালায় রাখা ছিলো সব চেয়ে ভয়ানক রূগীদের।
বলাহয় এই ৪র্থ তালাতেই নাকি ৪ জনের নিরমম খুন হয়েছিলো।
প্রবেশ পথ। বিস্তারিতো সব এ আছে এইখানে লেখা।
এটা ১ম তালার কোরিডোর যখনে non violents রোগীদের রাখা হতো।
হাস্যকর হলেও সত্য যে এই অংশে নাকি একটা female spirit এর অস্তিত্য পাওয়া যায় এবং সে নাকি কোন পুরুষের অবস্থান এই স্থানে পছন্দ করে না। অনেক Ghost Hunter নাকি এই স্থানে হোচট খেয়ে পরে, কিন্তু কিসের সাথে খেলো বা কে ফেলে দিলো তা আর খুযে পাওয়া জায় না।
এই স্থানে রোগীদের জিনিষ পত্র রাখা হতো। বলা হয় যে এই স্থানের কাছাকাছি গেলে নাকি এক পা কখোন কখোন পিছলে ভিতরে চলে জায়।
এটি ২য় তলা যেখানে বয়স্কদের রাখা হতো
এটি হলো ২য় তালা যা কিনা পুরান একটা স্থান।
এটা ২য় তালার রান্না ঘর। এখানে গিয়ে নাকি তখনকার সময় কি কি রান্না হত তা নাকি জিজ্ঞাসা করলে এখানকার এক বাবু্চি মাঝে মাঝে বলে যা অনেকের EVPs এ ধরা পরেছে। বলে রাখা ভাল যে বাবুর্চিটি আজ থেকে ৫০ বছর আগে মারা গেছে...
বলা হয় যে, এই স্থনে নাকি অনেক "আত্মা" অবস্থান করে কিন্তু তারা নাকি বেশ "friendly"
এই হল সেই ৯ বছরের লিলির রুম। ও নাকি বল দিয়ে অথবা musical box দিয়ে খেলতে পছন্দ করে এবং এখন ও নাকি যদি কেও খেলতে চায় তাহলে নাকি অধিকাংশ সময়েই খেলা করে। এর ১০০ % প্রমান আমাদের bass baba sumon vai
আজ এতটুকুই থাক। পরবর্তীতে বাকি অংশ নিয়ে আবার ও আসার ইচ্ছা আছে।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



