somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

গাঁয়ের পথে আলোক ঝরে

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪গাঁয়ের পথে আলোক ঝরে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের পথে আলোক ঝরে
প্রভাতে সূর্য উঠে,
তরুর শাখে পাখিরা ডাকে
বাগানে ফুল ফুটে।

প্রভাত পাখি উঠলো ডাকি
বট গাছের পাশে,
নীল গগনে পাখনা মেলে
সাদা বলাকা ভাসে।

মাটির ঘরে খাটিয়া পরে
আছে বসে তোতন,
সকাল হলে পড়তে বসে
করে না... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৯ বার পঠিত     like!

নামল আঁধার গাঁয়ে

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮নামল আঁধার গাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

সাঁঝ আকাশে উঠল তারা
নামল আঁধার গাঁয়ে,
বাঁশের বনে আঁধার ঘনায়
কাজলা দিঘির বাঁয়ে।

মন্দিরে বাজে কাঁসর ঘণ্টা
সাঁঝের সানাই বাজে,
তুলসী তলে প্রদীপ জলে
মাটির আঙিনা মাঝে।

পথের ধারে আঁধার নামে
আকাশে তারারা জ্বলে,
আঁধার নামে নির্জন ঘাটে
অজয় নদীর জলে।

দূরের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২১ বার পঠিত     like!

বাংলার গান বাঙালির আশা

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

বাংলার গান বাঙালির আশা
লক্ষ্মণ ভাণ্ডারী

বাংলার গান বাঙালির আশা
আমি বাংলায় গান গাই,
বাংলা আমার হৃদয়ের গান
যেথায় বাংলার সুর পাই।

বাংলা আমার একতারা ভাই
বাংলা আমার স্নেহের পরশ,
বাংলার বাউল যেথায় মিলে
বাংলার তাই এত নাম যশ।

বাংলা আমার প্রাণের ভাষা
লিখি কবিতা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫২ বার পঠিত     like!

অজয় নদীর মাঝি

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

অজয় নদীর মাঝি
লক্ষ্মণ ভাণ্ডারী

ওরে ও ….. অজয় নদীর মাঝি রে……..
ও মাঝি ভাই……..

পাল তুলে দে ওরে মাঝি
ওরে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৭ বার পঠিত     like!

আমার গাঁয়ে আছে ছায়া

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫আমার গাঁয়ে আছে ছায়া
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ছায়া স্নেহ আর মায়া
আর আছে ছোট ঘর,
গায়ের মানুষ সবাই আপন
কেহ নহে মোর পর।

গাঁয়ের রাখাল লয়ে ধেনু পাল
বাঁশের বাঁশি বাজায়,
আকাশের গায় সাদা বক ধায়
গাছে গাছে পাখি গায়।

রাঙামাটি পথে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৪ বার পঠিত     like!

সমাজের অবিচার

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪সমাজের অবিচার
-লক্ষ্মণ ভাণ্ডারী

দিকে দিকে চলে কন্যা ভ্রূণহত্যা
জাগুক এবার দেশ,
জননী জঠরে কন্যা অনাদরে
জঠরেতে হয় শেষ।

পৃথিবীর আলো দেখিল না যারা
দোষ তো তাদের নয়,
বলতো তাহলে জনমের আগে
কন্যা কেন নষ্ট হয়?

লক্ষ্মীসম হয়ে এসেছিলো ভবে
তোমার আপনজন,
ঘাতকের বেশে তুমি... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩৫ বার পঠিত     like!

মন্দিরে কাঁদে তোদের দেবতা

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

মন্দিরে কাঁদে তোদের দেবতা
-লক্ষ্মণ ভাণ্ডারী

মন্দিরে কাঁদে তোদের দেবতা
দেবতার চোখে জল,
ঘরে কাঁদে তোর আপন জননী
চোখ করে ছল ছল।মাটির প্রতিমা কি হবে পূজে
যে মুর্তি দেয় না সাড়া,
পথে কাঁদে কত ক্ষুধাতুর শিশু
কেঁদে কেঁদে দিশেহারা।

আধপেটা খেয়ে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     like!

বাংলার মাটি বাংলার জল

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

বাংলার মাটি বাংলার জল
-লক্ষ্মণ ভাণ্ডারী

বাংলার মাটি বাংলার জল
বাংলার... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৪১ বার পঠিত     like!

অজয় নদী

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

অজয় নদী
ছোটদের আবৃত্তির কবিতা
-লক্ষ্মণ ভাণ্ডারীসকাল হোল, ফরসা হোল
ফুটল কত ফুল,
সোনার আলো রাঙিয়ে দিল
অজয়ের দু’কূল।

প্রভাত রবি আঁকলো ছবি
নদীর বালুচরে,
প্রভাত পাখি উঠলো ডাকি
কিচিমিচির করে।

গাঁয়ের পথে সকাল হতে
চলে গোরুর গাড়ি,
নদীর বাঁয়ে গাছের ছায়ে
গাঁয়ে আমার বাড়ি।

বাড়ি আমার পাথরচূড়ে
অজয় নদীপারে,
আম কাঁঠাল খেজুর তাল
আছে পথের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২১ বার পঠিত     like!

প্রশ্ন কবিতা

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১আকাশটা কেন নীল হয়
বলতো দেখি ভেবে?
গাছের পাতা সবুজ কেন
কি তার উত্তর দেবে?

সকাল হলে সূর্যিটা কেন
হাসে পূবের আকাশে?
বকেরা কেন পাখা মেলে
আকাশের গায়ে ভাসে?

আঁধার হলে আকাশে কেন
ফোটে সাঁঝের তারা?
বলতে পারো বইছে কেন
অজয় নদীর ধারা?

অজয় নদীর বাঁকে কেন
শাল পিয়ালের বন,
পাখির গানে ভুলায় কেন
সবার নয়ন মন?

রাঙা রাস্তা গিয়েছে চলে
অজয় নদীর বাঁয়ে,
সকল প্রশ্নের উত্তর... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৭ বার পঠিত     like!

দীপান্বিতার আলো-দীপাবলী সংখ্যা

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

দীপান্বিতার আলো
দীপাবলী সংখ্যা
১৪২৫

...........।
কবি লক্ষ্মণ ভাণ্ডারীর
কবিতাগুচ্ছ সমগ্র
………….
ভূমিকা
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার পর আসে কালীপূজা। কালীপূজার আনন্দে মেতে ওঠে সারা বিশ্ববাসী। শঙ্খ, ঘণ্টা আর ঢাকের তালে তালে বিশ্ববাসী শক্তির আরাধনায় রত হয়।দীপাবলীর আলোকে বিশ্বের প্রতিটি কোনায় কোনায় অন্ধকার দূরীভূত হয়ে আলোকে আলোকিত হয়ে উঠে। তাই এই দীপাবলীর উত্সবে আমরা সাজাই আমাদের গৃহপ্রাঙ্গণকে, ফটকা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৭ বার পঠিত     like!

শারদ অর্ঘ-১৪২৫ (শারদীয়া সংখ্যা)

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১শারদ অর্ঘ-১৪২৫
(শারদীয়া সংখ্যা)


কবি লক্ষ্মণ ভাণ্ডারীর
এক গুচ্ছ কবিতা সমগ্র


ভূমিকা
শরতের নীল আকাশে সাদা মেঘের আনাগোনা। নদীতীরে দুইধারে সাদা কাশের ফুল শোভা দেয়। পূজো এসে গেল। এসে গেল খুশির রঙে মন রাঙিয়ে নেবার দিন। শারদীয়া দুর্গাপূজা জাতীয় জীবনে সর্বাঙ্গীন। তাই এই উত্সবে আমরা সাজিয়েছি শারদ-অর্ঘ-১৪২৫। তাতে আছে কবি লক্ষ্মণ ভাণ্ডারীর এক গুচ্ছ কবিতা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩২ বার পঠিত     like!

শুভ ভাইফোঁটা

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

আজ শুভ ভাইফোঁটা উত্সব। এই দিনটি ভ্রাতৃদ্বিতীয়া হিসেবেও পরিচিত। এই দিনটিতে ভাইবোনের মিলনোৎসব পালিত হয় দেশের বিভিন্ন প্রান্তে। ভ্রাতৃদ্বিতীয়া ভাই-বোন উভয়েই উভয়ের মঙ্গল কামনা করে থাকে। বাঙালিদের কাছে এই দিনটি ‘ভাইফোঁটা’ হিসেবেই অধিক পরিচিত।
সামহোয়্যার ব্লগের সকল ভাই-বোনেদের জানাই শুভ ভ্রাতৃ-দ্বিতীয়ার প্রীতি আর শুভেচ্ছা। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৪৩ বার পঠিত     like!

মহাকালী স্তবগাথা

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

মহাকালী স্তবগাথা
লক্ষ্মণ ভাণ্ডারী

আজ দেবী মহাকালীর পূজা। অমাবস্যার ঘনান্ধকারে, গভীর নিশাকালে, মায়ের পূজা অনুষ্ঠিত হয়। দেবীকে তুষ্টা হয়ে উগ্রা মূর্তি ত্যাগ করে শান্ত সৌম্যা শ্যামা মূর্তিতে আবির্ভূতা হন। বিশ্বচরাচরে পূজিতা হন। কোথাও বা ছিন্নমস্তা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     like!

দেবী মহাকালী আগমনী স্তুতি

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮দেবী মহাকালী আগমনী স্তুতি
লক্ষ্মণ ভাণ্ডারী

দেবী আসছেন! বেজে ওঠে মহাশঙ্খ।
ঢাকের শব্দে, কাঁসরের ঝংকারে
আকাশ বাতাস প্রকম্পিত হয়।
চতুর্ভূজা মা কালী দেবীচণ্ডিকার আবির্ভাবে
তাঁর আগমনী বন্দনা গীতিতে
বিশ্ববাসীর কণ্ঠে ধ্বনিত হয়।

“কোথা তুমি শঙ্খ চক্র খড়্গ মহাস্ত্রধারিণী
কালী কপালিনী মা ছিন্নমস্তা!
তুমি ওঠো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৪০৭৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ