আমাদের ব্লগারও ওর মতই এরোগেন্ট কিছু হলেই গালাগালী শুরু করে। ভাই, মানুষের দোষ না ধরে নিজেরটাই ধরা উচিত।
আর একটা ফেসবুক পেইজ থেকে নিচের পোস্ট টি পেলামঃ
"ভিডিওটা দেখলাম, খুব সহজভাবেই বুঝলাম ক্যামেরা যার হাতে ছিল তার থেকে খানিকটা নিচে গ্যালারী থেকে একদল মানুষ তামিম, তামিম, ভুয়া ভুয়া বলে চিৎকার করতেছিল।
সে সময়ই তামিম ইকবাল সিড়ি দিয়ে উপরে উঠা আরম্ভ করে। তখন ক্যামেরাওয়ালা'র পাশে থেকে একটা মেয়ে অটোগ্রাফ চায়।
তামিম তখন, ঐ নিচের ভুয়া গ্রুপটার পার হইতেছিল, এবং তখনই গালিটা দেয়।
মেয়েটাকে না, ও গালি দেয় ওকে উত্যক্ত করা পোলাপানগুলারে। এমনকি ভিডিওতে পরিষ্কার দেখা যায়, ও যখন ক্যামেরার পাশে থাকা মেয়েটাকে ক্রস করে তখন তার দিকে একটু তাকায়ও।
কিন্তু যেই ভিডিওটা আপলোড করছে, মানুষের ইমোশনে হিট করার জন্য অটোগ্রাফ প্রত্যাশী মেয়েকে গালি দেয়ার কাহিনী বানাইছে।
এবং পুরোপুরি ফ্যাসাদবাজি করছে ।"
তামিমের জায়গাই আমাদের এই ব্লগাররা থাকলে এর চেয়ে বেশি করত।
মানুষ হিসেবে এটা অবশ্যই তামিমের উচিত হয়নি, কিন্তু একজন ব্যাটসম্যান যখন আউট হয় তখন তার মাথার অবস্থা কেমন থাকে যদি আপনি টেপ টেনিস দিয়া ক্রিকেট খেলেন তবেও বুঝবেন। আপনি আমি তাকে উক্তত্ব করতে পারব (যার খেলায় বাংলাদেশ জিতলে আপনি সুখের চুটে কান্দেন) , আর সে গালী দিলে খারাপ লাগে????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


