1955--TV REMOTE CONTROL

আমরা এখন যে দূরে বসে আমাদের টেলিভিশনটি কন্ট্রোল করতে পারছি সেই রিমোট কন্ট্রোলটি ১৯৫৫ সালে তৈরি হয়। যেটা মানুষকে দিয়েছে সাচ্ছন্দ।
1955--MICROWAVE OVEN

বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষ আরামপ্রিয় হতে শিখেছে। ১৯৫৫ সালে দিকে মাইক্রোওয়েব ওভেন আবিষ্কৃত হয়। এর ফলে যে কোন খাবার দ্রুত গরম করে পরিবেশন করতে পারছে।
1957--BIRTH-CONTROL PILL

১৯৫৭ সালের দিকে জন্মবিরতি করন পিল আবিষ্কৃত হয়। এর ফলে মানুষ জন্মহারকে নিয়ন্ত্রন করতে সক্ষম হচ্ছে। জন্মহার এবং জনসংখ্যা নিয়ন্ত্রন করতে জন্মবিরতিকরন পিলের ভূমিকা অপরিসীম। ১৯৬০ সালের দিকে এটি সেবন করার জন্য বাজারজাত করা শুরু হয়।
1958--JET AIRLINER

৭০৭-১২০ বোয়িং বিমানটি সর্বপ্রথম বানিজ্যিক বিমান। যার ফলে ১৮১ জন যাত্রী এবং পাইলট প্রতি ঘন্টায় ৬০০ মাইল অথবা ফুল ট্যাংক তেলের মাধ্যমে ৫২৮০ মাইল পথ অতিক্রম করতে পারত। এই আবিষ্কারের ফলে মানুষের যাতায়াত ব্যবস্থা অনেকটা সহজতর হয়েছে।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





