পিলখানার ঘটনায় সবচেয়ে বেশী লাভবান হয়েছে ভারত। ভারতের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবে ভারতীয় গোয়েন্দা সংস্থা "র" এর ষড়যন্ত্রর প্রতিফল হতে পারে পিলখানার রক্তাত্ত বিডিআর বিদ্রোহ। তার কয়েকটা কারন নিন্মরুপ
১.রক্তাত্ত বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্ট করা গেছে
২.বিডিআর জওয়ানদের নিকট সেনা বিরোধী মনোভাব তৈরী করা হয়েছে
৩.সেনাবাহিনীর তত্তাবধান ছাড়া বিডিআর সীমান্ত পাহারা দিলে তা অবশ্যই দূর্বল থাকবে
৪.এ ঘটনাকে সামনে রেখে সেনা বিডিআর বিরোধ জিইয়ে রাখা
৫.দেশের মানুষের মনে রাজনৈতিক ও সামাজিক ভাবে সন্দেহ সংষয় সৃষ্টি করা
৬.সশস্র বাহিনীকে জনগনের প্রতিপক্ষ হিসেবে দাড় করানোর দীর্ঘদিনের ভারতীয় অপচেষ্ট
উপরোক্ত পরিবেশ সৃষ্টি করে ভারত সবসময়ই স্বাধীন এই দেশে হস্তক্ষেপের সুযোগ খুজতে থাকে,কিন্তু সেনা তত্তাবধানে বিডিআর এবং দেশপ্রেমিক জনতা তা কখনোই হতে দেয়না।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



