একটা ভুতের ছবি দেখছিলাম
শয়তান টা খালি মানুষ মারে আরে আঙ্গুল কাইটা গলায় ঝুলায়
এই মুভিটা দেখেন...।
দারুন হিট মুভি!!
ছবির প্রধান আকর্ষনীয় ডায়ালগ !!!!
এগুলা সাধারন বিষয় সরকার চিন্তিত নয়..!.।
মুভির নামঃ সীমান্তে মজা কইরা বাংলাদেশী মারি ( সাবটাইটেল)
মেইন নাম (কোপা বাংলাদেশী কোপা)
রচনা,পরিচালনাঃ বি এস এফ
প্রযোযকঃ বাংলাদেশ-ভারত সরকার(যৌথ)
নায়ক নির্ভর ঃ সীমান্ত রক্ষী বিএস এফ
ভিলেনঃ বাংলাদেশের জনগন
মাঝে মাঝে অস্লীলতার(ন্যাংটা কইরা পিডানের দৃশ্য) দেখা পাওয়া যায়!!!
থিমঃ দিন যাইব নতুন নতুন লাশ আসবে
এগুলা ভারত সরকারের উপহার !!!!
ছবির লিঙ্ক খুজলেই পাইবেন!!!
কয়দিন পরপর পত্রিকা টিভিতে নিয়মিত দেখায়...।
অনেকটা সিরিয়াল এর মত!!!!