সামহোয়ার ব্লগ পড়ছি বেশ কয়েক সপ্তাহ। নিজের অজান্তে আমি এই সাইটের ব্যাপক ফ্যান হয়া গেছি। আইজকা ধপ্ কইরা রেজিস্ট্রশন কইরা ফালাইলাম।
মনে বড় সাধ "যদি আমিও মন্তব্য করতে পারতাম"!
যতটুকু জানি, সামহোয়ার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগিং সাইট। তবে মাঝে মাঝে কিছু লেখা আমার মনটাকে খুব দূঃখভারাক্রান্ত করে তুলে। আবার অধিকাংশ লেখা মনটাকে ভালো করে।
এই অবাধ তথ্যপ্রবাহের যুগে ব্লগাররা এই সাইটের সব সুযোগ-সুবিধা যথার্থভাবে ব্যবহার করবেন, এই আশা করি।
এই সাইটের আরও সমৃদ্ধি কামনা করছি।
সবাই সুস্হ থাকুন, ভালো থাকুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




