আমি মানি-শেখ সামুর নিয়মিত একজন ব্লগার, আমি ৭ মাস ৩ সপ্তাহ ধরে ব্লগ লেখছি, পোস্ট করেছি ২০টি, মন্তব্য করেছি ২০৭টি, পেয়েছি ২৩০টি, আমার পোস্টগুলো মোট ৩৩০৩ বার দেখা হয়েছে।
আজ আমি ব্লগে ( আমার বিয়ে ও বাসর রাত ২০+প্রাপ্ত বয়স্কদের জন্য বাচ্চারা পড়বে না) নামে দুটি পোস্ট দেই, এই পোস্ট দেওয়ার কিছুক্ষন পর আমাকে সাধারন থেকে ওয়াচে নামিয়ে দেওয়া হয়েছে যা আমি একদমই আশা করি নাই।
আমি যতটা না হতাশ হইছি তার থেকে রাগান্বিত হয়েছি বেশি কারন এই সামুতে এর থেকে কু রুচিপূর্ন লেখাও আমি পড়ছি, কিন্তু কৈ তাদের ক্ষেত্রে তো এমনটা হয় নাই, তাহলে এখানে কেন এত পক্ষোপাতিত্ত ?। আমার উক্ত লেখায় কোন খারাপি ছিল না বললেই চলে যতটুকু খারাপি ছিল তা শুধু মাত্র বিনদন।
আমি এ যাবত যতগুলো মন্তব্য করেছি কাউকে গালি ও আক্রমনাত্বক কোন কিছুই লেখি নাই, আপনারা দেখে হয়ত অবগত হয়েছেন যে আমার উক্ত লেখাটি ছিল শুধুমাত্র ফান, যা প্রশংসনিয় ।
সামু ম্যানেজমেন্টের কাছে আমি বিনিত অনুরোধ করছি আমাকে ওয়াচ থেকে সাধারন ব্লগার করে প্রথম পাতায় লেখার অধিকার দেওয়া হোক।
এবং প্রিয় ব্লগার ভাইদের দৃস্টি আকর্ষন করে আমি এটাই বলছি আমাকে সাধারন ব্লগার করে প্রথম পাতায় লেখার অধিকার দেওয়ার জন্য ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষন করুন।
(উক্ত পোস্টে যদি কোন খারাপি থেকে থাকে এজন্য আমি দুঃখিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



