সামুর দেওয়া কষ্টে কাঁদছি আমি দ্বারে দ্বারে
এত কষ্ট দাও কেনরে সইতে আমি পারি নারে ,
ওগো প্রিয় ব্লগার ভাই তোমাদেরকে কইয়া যাই
সামুকে ভালোবেসে পেয়েছি আমি ছাই।
তুমি কি আমায় শত্রু ভেবে ঠেলে দিচ্ছো দুরে
আমি তোমায় বন্ধু ভেবে তুলে নিচ্ছি কোলে ,
তোমায় ভালোবাসি বলে এত কষ্ট দাও আমারে
যতই কষ্ট দাও আমারে সামু ছেড়ে যামু নারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



