এই পোষ্টে জানি অনেক মাইনাস পরবে
তারপর ও আমার দুঃখটা আপনাদের সাথে সেয়ার করলাম,
গতকাল আমদের এলাকায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে
বিদ্যুৎ সাশ্রয় এর জন্য এনার্জি বাল্ব বিতরন করা হয়।
আমাদের চলতি ২ টা ৬০ ওয়াটের বাল্ব এবং ১০০ ওয়াটের ২টি বাল্ব দিয়ে
আমাকে ৪টি এনার্জি বাল্ব দেওয়া হয়।
খুশি মনে বাসায় ফিরে ৪টি বাল্ব রুমে লাগালাম। পরের দিন সকাল হতে না হতেই ৪টিই বাল্ব দেখি নষ্ট হয়ে গেছে। পরে আরও ৪টি বাল্ব কিনে এনে বাসায় লাগালাম, বাংলা প্রবাদের মত (আমের সাথে ছোলা ও গেল)
পরে খবর নিয়ে দেখি আমাদের আশে পাশের সব বাসায় একই অবস্থা,
যারা ঠিক মত ২ বেলা খেতে পারে না এখন বাল্ব কোথা থেকে কিনবে,
মানুষ এখন কার কাছে এই অভিযোগ করবে।
আমদের দেশের সরকার বিদ্যুৎ সাশ্রয় ও ডিজিটাল করতে গিয়ে উলটা
বাশঁ দিল।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





