সেবু মোস্তাফিজ সাহেবের শত কবির বন্দনা দেখে ভাবলাম কিছু লিখি। কিন্তু পরে ভুলেই গিয়েছিলাম, এখন যাও একটা লিখেছি কিন্তু পোস্ট করতে গিয়ে দেখি মূল পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। কি আর করা, নিজেই আলাদাকরে পোস্ট করলাম। জানি না এই লেখার পরিণতি কি হবে তবুও লিখলামঃ
চাইছি লিখতে, অংশ হতে
ভাবনা নাকি শ'কবির বন্দনা,
ভেবে দেখলাম শেষের পাতায়
ভাবনাটাতো মন্দ না।
লিখব যে কি আকাশ বাতাস
খুঁজে কিছুই পাচ্ছি না,
দেখি শেষে পত্রখানায়
লিখেছি, ছেড়ে তোমায় যাচ্ছি না।
উত্তরে বন্দনা করে
যেই ফিরেছি পূবে,
দেখি পূবে প্রেমের সাগর
সেথায় যাচ্ছি আমি ডুবে।
পূবে প্রেমের ছড়াছড়ি
দক্ষিণে যেই ফিরেছি,
ফাগুণ হাওয়ার দ্বিগুণ বেগে
যেনো চরকির মতো ঘুরেছি।
ঘুরেই দেখি সামনে তুমি
প্রেমের মূর্তি হয়ে রয়েছো,
তাই, বন্দনা সব তোমার তরে
কারণ, তুমি স্বপ্ন বুনে দিয়েছো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


