১
মুক্ত হওয়ার, মুক্ত থাকার আর
মুক্ত রাখার বাসনা কার না আছে।
মুক্ত আকাশের নীল দেখে উদ্বেল হয় না, কে আছে এমন।
মুক্ত সুবাস, মুক্ত সময়, আহ্।
কিন্তু সব মুক্তিই কি সমান আনন্দের হয়
কিছু কিছু মুক্তি তো চোখের অশ্রুও হয়
যেমন কিছু কিছু অধীনতার মাঝেই সুখের স্বর্গ নেমে আসে।
আমি মুক্তি চেয়েছিলাম, এমন মুক্তি নয়
যেখানে আমার প্রাণের শিকড়শুদ্ধু আমাকে উপড়ে ফেলা হবে,
জীবনের বিচিত্র এই চলার পথে কিছু সময় থেমেছিলাম এখানে
যেখানে প্রাণের শিকড় দ্রুত আবাস গড়েছিল পরম আস্থায়-ভালবাসায়
এখানের দৃষ্টিজোড়ার মাঝে আমি প্রাণ প্রাণ দেখেছিলাম
ভেবেছিলাম এই প্রাণ থেকেই আমার প্রাণের তৃষ্ণা মিটবে
কিন্তু হায়, আমি কি বেকুব! বুঝতেই পারিনি যে এ মরীচিকা ছিলো-
কি জানি, আমি এখনও মানি না যে এ মরীচিকা ছিলো
মানি না, কারণ ওটা যে প্রাণের ধারা ছিলো
এটা ভেবেই আরো কিছুক্ষণ বাঁচতে চাই
আর কিছু না, ব্যস্ ।
২
আমার প্রাণের শূণ্যতাগুলোই
আমার পথ সম্মুখের আলোক বর্তিকা
আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে
অলি-গলি, ঘুপচি-সংকুলতা
সন্তপর্নে সবকিছু থেকে আল্গে রেখে।
আমার প্রাণের শূণ্যতাগুলোই
আমার সমস্ত উর্বরতা
যতটুকু ফসল জীবনের জমিনে ফলেছে,
কৃতিত্বটুকু সেই শূণ্যতারই।
এই শূণ্যতাই আমার অস্তিত্ব
এই শূণ্যতাই আমার প্রেরণা
আমি যা পেয়েছি, যা পাইনি
সবকিছুতেই এর সমান দায় বা কৃতিত্ব।
মহাকিছু হতে পারিনি তো কি হয়েছে
শূণ্যতার মহানতা, যাকে বলে মহাশূণ্য
তাতো পেয়েছি।
দুঃখবোধ আর আনন্দধারা
এ দুটো না হয় আজ হিসাবের বাইরেই থাক্।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


